২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আরও দুটি দল। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বিশ্বকাপ টিকিট কেটেছে নেপাল ও ওমান। এ নিয়ে বিশ্বকাপের ২০ দলের মধ্যে ১৯টিই চূড়ান্ত হয়ে গেল।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়।

২০২৬ আসরের যে বাছাই প্রক্রিয়া, তাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ আছে ৩টি জায়গা। ওমানের আল আমেরাতে ৯টি দল নিয়ে আঞ্চলিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শুরু হয় গত ৮ অক্টোবর। গ্রুপ পর্ব পেরিয়ে ৬টি দল বর্তমানে সুপার সিক্স খেলছে।

৬ দলের এই লড়াইয়ে আজ সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৭৭ রানের জয় নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত করে। নেপাল ও ওমান নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের ওপরের দিকে আছে। সামোয়াকে হারানো আমিরাতের পয়েন্ট ৪ ম্যাচে ৪।

অন্য তিনটি দলের মধ্যে জাপান ও কাতারের পয়েন্ট ২ করে, সামোয়ার ০। অর্থাৎ, নেপাল ও ওমানের পয়েন্ট তালিকার শীর্ষে তিনে থাকা নিশ্চিত। আর তাই দুই ম্যাচ হাতে থাকতেই বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ার দেশ দুটি। তৃতীয় জায়গাটির জন্য লড়াই এখন আরব আমিরাত ও জাপানের।  

বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ওমান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন শ চ ত কর ব শ বক প আম র ত

এছাড়াও পড়ুন:

পর্তুগাল বিশ্ব যুব ফোরাম, আইইএলটিএস ছাড়াই আবেদন

আজকের সারা বিশ্বের যুবকেরাই সামনের বিশ্বকে নেতৃত্ব দেবেন। ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পর্তুগালের পোর্তোতে বিশ্ব যুব ফোরামের আসর বসবে। সারা বিশ্ব থেকে প্রায় ২৫০ যুবনেতা আবেদনকারী অংশ নেবেন এই ফোরামে। পর্তুগালের বিশ্ব যুব ফোরাম (ডব্লিওওয়াইএফ) সারা বিশ্বের বিভিন্ন বিষয়ের ওপর গভীর আলোচনা, ব্যবহারিক বিষয়গুলোর বিকাশ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য বিশ্বজুড়ে শিক্ষার্থী, যুবনেতা, আইনজীবী ও তরুণ নেতা–কর্মীদের আমন্ত্রণ জানায় এই আয়োজনে। বিশ্ব যুব ফোরামটি সেন্টার ফর ডিপ্লোমেটিক অ্যাডভান্সমেন্ট দ্বারা আয়োজিত হয়। আপনি বাংলাদেশি যুবক হলে আবেদন করতে পারেন। আইইএলটিএসের প্রয়োজন নেই।

একনজরে পর্তুগালে বিশ্ব যুব ফোরাম–২০২৬

- আয়োজক দেশ: পর্তুগাল
- ফোরামের তারিখ: ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬
- ফোরামের অবস্থান: পোর্তো
- সুবিধা: সম্পূর্ণ অর্থায়নে

আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফ্রি অনলাইন কোর্স: নেই নিবন্ধন ফি বা সময়সীমা১১ অক্টোবর ২০২৫আসনসংখ্যা

বিশ্ব যুব ফোরামে মোট ২৫০টি আসন রয়েছে। এগুলো চারটি ভিন্ন বিভাগে বিভক্ত। সম্পূর্ণ অর্থায়নে আসন থাকবে ৫০টি, আংশিক অর্থায়নে আসন থাকবে ১০০টি আর কেবল ফোরামে প্রবেশাধিকারে আসন থাকবে ১০০টি।

সুযোগ–সুবিধা

বিভাগ অনুসারে সুযোগ–সুবিধাগুলো ভাগ করা হয়েছে।
১. সম্পূর্ণ অর্থায়নে: আবেদনকারীরা বিমানের ভাড়া, থাকার ব্যবস্থা, সম্মেলনে প্রবেশাধিকার ও পণ্যদ্রব্য পাবেন।
২. আংশিক অর্থায়নে: আবেদনকারীরা থাকার ব্যবস্থা, সম্মেলনে প্রবেশাধিকার ও পণ্যদ্রব্য পাবেন।
৩. নিজ অর্থায়নে আবেদনকারী: যাঁরা বৃত্তি পেতে অক্ষম, তাঁরা নিজ অর্থায়নে বিভাগের জন্য আবেদন করতে পারবেন এবং তাঁদের সব খরচ নিজেকে বহন করতে হবে।

প্রোগ্রামের উদ্দেশ্য

-যুব ও নাগরিক কর্মকাণ্ড প্রচার করুন
- সক্ষমতা বৃদ্ধি করুন
-সামাজিক উদ্ভাবন লালন করুন
-বিশ্বব্যাপী সহযোগিতা গড়ে তুলুন
-টেকসই কর্মকাণ্ডে অনুপ্রাণিত করুন

আরও পড়ুনগুগল স্টুডেন্ট রিসার্চার ইন্টার্নশিপ: বেতনসহ গবেষণার সুযোগ০৭ সেপ্টেম্বর ২০২৫পর্তুগালের বিশ্ব যুব ফোরামটি সেন্টার ফর ডিপ্লোমেটিক অ্যাডভান্সমেন্ট দ্বারা আয়োজিত হয়। বাংলাদেশি যুবক হলে আবেদন করতে পারেন। আইইএলটিএসের প্রয়োজন নেই

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল নেপাল ও ওমান
  • নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালে নার্সারি শ্রেণিতে ভর্তি
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএমএড প্রোগ্রাম, আবেদন ফি ৭০০ টাকা
  • ক্ষুদ্র দ্বীপদেশ কেপ ভার্দের ‘বিশ্বকাপ’ স্বপ্ন ছোঁয়ার ইতিহাস
  • যুক্তরাষ্ট্রে স্বল্প খরচে পড়াশোনার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান
  • লুসাইলের মঞ্চে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন
  • ২০২৬ সালের নির্বাচন কেবল একটি তারিখ নয়
  • পর্তুগাল বিশ্ব যুব ফোরাম, আইইএলটিএস ছাড়াই আবেদন