রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় নৃশংস হামলায় বিচারকের ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন।

ঘটনার পরপরই আইন উপদেষ্টা সব অপরাধীকে গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে পুলিশকে দিয়েছেন। এ মর্মে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

আরো পড়ুন:

নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সারা দেশে নিরাপত্তা জোরদার

যৌথ বাহিনীর অভিযান সারা দেশে গ্রেপ্তার ১৯৪

বৃহস্প‌তিবার (১৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায়।

এতে বলা হয়, আহত তাসমিন নাহারের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এই মর্মান্তিক ঘটনায় নিহত তাওসিফ রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আহত তাসমিন নাহারের দ্রুত সুস্থতা কামনা করছেন।

বিচার বিভাগের সব সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইন উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে খাদ্য ও নির্মাণ সামগ্রী পাচারকালে আটক ২২

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিক আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ‘‘বুধবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত দুটি মাছ ধরার ট্রলারকে থামানোর নির্দেশ দেওয়া। এ সময় তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ট্রলার দুটি জব্দ করা হয়।’’

তিনি আরো বলেন, ‘‘তল্লাশি চালিয়ে ট্রলার দুটি থেকে মিয়ানমারে পাচারের জন্য প্রস্তুত ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে জড়িত ২২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। জব্দকৃত পণ্য, ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ