খুনের পর রেস্তোরাঁয় বিরিয়ানি খেয়ে টাকা ভাগাভাগি করেন তাঁরা
Published: 11th, November 2025 GMT
ছবি: পুলিশের কাছ থেকে পাওয়া
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইয়োলো ফিভারের টিকা না দেওয়ায় আর্জেন্টিনা স্কোয়াডে তুলকালাম, বাদ
অ্যাঙ্গোলার বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে হঠাৎ করেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানতে না পারায় দল থেকে বাদ পড়েছেন তিন তারকা খেলোয়াড়- হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে।
মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য ইয়োলো ফিভার (হলুদ জ্বর) টিকা গ্রহণের সনদ বাধ্যতামূলক। কিন্তু এই তিন ফুটবলার সময়মতো প্রয়োজনীয় টিকাদান সংক্রান্ত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হন। ফলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বাধ্য হয় তাদের স্কোয়াড থেকে বাদ দিতে।
আরো পড়ুন:
সতীর্থদের অবহেলায় হতভম্ব নেইমার
ফ্লাইট মিস করার পর ঢাকায় পা রাখলেন হামজা
এর আগে হাঁটুর চোটের কারণে ডিফেন্ডার এনজো ফার্নান্দেজই প্রথমে ছিটকে গিয়েছিলেন দল থেকে। এবার টিকা জটিলতায় আরও তিনজনের অনুপস্থিতিতে কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দল এক ঝটকায় রদবদলে ভরে যায়। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার- কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ, সঙ্গে উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।
ফুটবল মহলে গুঞ্জন উঠেছে, ব্রাইটনের তরুণ ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার এবারই পেতে পারেন আন্তর্জাতিক অভিষেকের সুযোগ। অন্যদিকে চোট থেকে সদ্য ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ; আপাতত তিনি শুধু অনুশীলনে অংশ নেবেন। ম্যাচে নামার সম্ভাবনা নেই বললেই চলে।
আগামী শুক্রবার (১৪ নভেম্বর) মধ্য আফ্রিকার রাজধানী লুয়ান্ডায় অ্যাঙ্গোলার মুখোমুখি হবে লিওনেল মেসিহীন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এটি চলতি বছরের তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ শেষে বাকি চার দিন দলটি অনুশীলন ক্যাম্পে থাকবে। এরপর শুরু হবে দীর্ঘ বিরতি- পরবর্তী আন্তর্জাতিক দায়িত্ব মার্চে ফিনালিসিমা ম্যাচে।
এই তিন তারকার বাদ পড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তোলপাড় চলছে। তবে আর্জেন্টিনা শিবিরে শান্ত ভাবই প্রকাশ পাচ্ছে। স্কালোনি জানিয়ে দিয়েছেন, “আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়েছি। যারা দলে আছে, তারা সেরাটাই দেবে।”
অর্থাৎ, তারকা হারালেও আত্মবিশ্বাস হারাচ্ছে না আলবিসেলেস্তেরা। কারণ আর্জেন্টিনা নামটা নিজেই এখন এক প্রতীক, শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রতিচ্ছবি।
ঢাকা/আমিনুল