২৫৪/১ঢাকার ২৫৪/১ বিপিএলে ও বাংলাদেশের মাটিতে দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৩৯/৪, ২০১৮-১৯ মৌসুমে চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্স।লিটন-তানজিদের ২৪১ রানের জুটি• স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটেই দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ২৫৮*, গত বছরের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের প্রথম উইকেটে কাদোওয়াকি-ফ্লেমিং ও ইয়ামামোতো-লেকের।• বিপিএল ও বাংলাদেশে আগের রেকর্ড ২০১*। ২০১৭-১৮ মৌসুমে মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম দ্বিতীয় উইকেটে।• বিপিএলে উদ্বোধনী জুটিতে আগের সর্বোচ্চ ১৯৭*। ২০১২-১৩ মৌসুমে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলসের শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের।২স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাটিতে এই প্রথম দুই ওপেনারই সেঞ্চুরি পেলেন। সব দেশ মিলিয়ে ষষ্ঠ ঘটনা এটি।২বিপিএলে এক ম্যাচে দুই ব্যাটসম্যানকে দ্বিতীয়বার সেঞ্চুরি করতে দেখল। প্রথমবার ২০১৮-১৯ মৌসুমে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ও রাইলি রুশো।লিটনের ১২৫সেঞ্চুরির পর লিটন দাস

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভক্তের কাছ থেকে পাওয়া ১০০ কোটি টাকার সম্পত্তি কী করেছেন সঞ্জয় দত্ত

বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনে চমকপ্রদ ঘটনার অভাব নেই। কিন্তু এবার যা ঘটেছে, তা যেন রীতিমতো সিনেমার চিত্রনাট্য! এক ভক্ত তাঁর জন্য রেখে গিয়েছিলেন ৭২ কোটি রুপির (প্রায় ১০০ কোটি টাকা) সম্পত্তি। আর সঞ্জয় দত্ত? অবাক করে দিয়ে সবই ফিরিয়ে দিয়েছেন সেই ভক্তের পরিবারকে।

সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন ২০১৮ সালের সেই বহুল আলোচিত ঘটনার কথা। তিনি বলেন, ‘আমি ওটা ওর পরিবারকে ফেরত দিয়ে দিয়েছি।’ ওই ভক্ত নিশা পাটিল, ছিলেন মুম্বাইয়ের এক গৃহিণী। জানা যায়, মৃত্যুর আগে তিনি নিজের সম্পত্তি সঞ্জয় দত্তের নামে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ব্যাংককে। তাঁর মৃত্যু হয় ২০১৮ সালে।

সে সময় খবরটি শোরগোল ফেলে দিয়েছিল ভারতজুড়ে। একজন তারকার জন্য এমন আবেগঘন সম্পত্তি হস্তান্তর যেমন বিরল, তেমনি সঞ্জয়ের তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও প্রশংসিত হচ্ছে। বহু বছর পর আবার আলোচনায় উঠে এল এ ঘটনা এবার অভিনেতার নিজ মুখেই।

সঞ্জয় দত্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভক্তের কাছ থেকে পাওয়া ১০০ কোটি টাকার সম্পত্তি কী করেছেন সঞ্জয় দত্ত