Risingbd:
2025-05-01@13:50:55 GMT

দক্ষিণ কোরিয়ার বিমানে আগুন

Published: 28th, January 2025 GMT

দক্ষিণ কোরিয়ার বিমানে আগুন

দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের পিছনের অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনার পরপর দ্রুত ১৭৬ জন আরোহীকে নামিয়ে আনা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার বুসান বিমানের এয়ারবাস এ৩২১-এর দক্ষিণ-পূর্ব বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটের দিকে বিমানটিতে আগুন ধরে যায়। মোট ১৬৯ জন যাত্রী এবং সাতজন বিমান কর্মীকে নামিয়ে আনা হয়েছে।

বিবৃতিতে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, বিমানের পিছনের অংশে আগুন লেগেছে।

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, সরিয়ে নেওয়ার সময় তিন যাত্রী সামান্য আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১১টা ৩১ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণরূপে নিভে যায়।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ