১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে: জাহাঙ্গীর চৌধুরী
Published: 13th, February 2025 GMT
বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা মাত্র ১০ মিনিটে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ১৪টি দেশের সঙ্গে বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা চুক্তি রয়েছে। এসব দেশের মানুষ আবেদনের পর ডলারে ভিসা ফি পরিশোধ করে ১ মাসের অন-অ্যারাইভাল ভিসা পাবেন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসবি ইমিগ্রেশন বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন–অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনের জন্য অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারীর জটিলতা/অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে বিশ্বের অনেক দেশ অন–অ্যারাইভাল ভিসা পায়। এ ভিসা পেতে অনেক সময় লেগে যায়। অনেক সময় ৪৫ মিনিট বা ১ ঘণ্টা সময় লেগে যায়। আমরা নতুন যে ব্যবস্থা করেছি, সেটা হলে সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।’
মো.
সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময় লাগবে, শুধু সেই সময়ই ব্যয় হবে। ভিসার যে মূল্য পরিশোধ, সেটা কার্ড ও নগদে করা যাবে বলে জানিয়েছেন।
বাতিল হতে পারে পুলিশ ভেরিফিকেশন
জাহাঙ্গীর চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায়, সে জন্য পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে। তবে ভেরিফিকেশন বাদ দেওয়ার চেষ্টাই থাকবে বেশি।
জাতিসংঘের র্যাব বিলুপ্তির প্রস্তাবসংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা প্রস্তাব তারা দিয়েছে, আমরা সবাই বসব। বসার পর আমাদের যা সিদ্ধান্ত, সেটা আমরা জানাব। তাদের এই তদন্তের বিষয়ে আমরা তো সবাই স্বাগত জানিয়েছি। তারা একটা ভালো কাজ করেছে। আমরা বসে একটা সিদ্ধান্ত নেব।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১০ ম ন ট
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বজ্রপাতে আক্কাস শিকদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাচনা উত্তর পাড়া এলাকায় নিজের মাছের ঘেরে মারা যান তিনি।
মারা যাওয়া আক্কাস শিকদার একই গ্রামের মোজাম শিকদারের ছেলে। পেশায় তিনি মৎস্যজীবী ছিলেন।
আরো পড়ুন:
জমি নিয়ে বিরোধ: চাচার দায়ের কোপে ২ ভাতিজার মৃত্যু
কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে নিজের মাছের ঘেরে কাজ করছিলেন আক্কাস শিকদার। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রাতেই স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক বলেন, “নিজের ঘেরে বজ্রপাতে এক মৎম্যজীবী মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
ঢাকা/শহিদুল/মাসুদ