দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা শারমিন সই রয়েছে প্রজ্ঞাপনে।
এতে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
প্রথম প্রজ্ঞাপনে ১২ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন- রাজবাড়ী জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা.
দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন- বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছেন ডা. এস এম মনজুর-এ- এলাহী, কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা, শরীয়তপুরে ডা. মো. রেহান উদ্দিন, সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি, পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান, কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক, ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ, শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন, জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক, পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেহেরপুরে ডা. এ, কে, এম আবু সাঈদ, নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান, টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান, ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা, কুড়িগ্রামে ডা. মো. আল মামুন, গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান, জয়পুরহাটে ডা. স্বপন কুমার বিশ্বাস, লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম, কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা, বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম, রংপুরে ডা. শাহীন সুলতানা, নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জে ডা. আসিফ মাহমুদ।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ভ ল স র জন স ভ ল স র জন ম হ ম মদ র রহম ন
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//