মার্কিন শিক্ষা দপ্তর বন্ধ করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত আদেশে শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহনকে শিক্ষা বিভাগ বন্ধের নির্দেশ দিয়েছেন।

এই নির্বাহী আদেশের মাধ্যমে একটি ফেডারেল বিভাগ আনুষ্ঠানিকভাবে বন্ধ করার জন্য কংগ্রেসের অনুমোদন পাওয়ার প্রয়োজনীয়তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, প্রশাসন শেষ পর্যন্ত কংগ্রেসকে সংস্থাটি বন্ধে চাপ দিতে পারে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে এর বাজেট দ্বিগুণেরও বেশি বেড়েছে কিন্তু জাতীয় পরীক্ষার ফলাফল উন্নত হয়নি।

স্কুলগুলোতে পাঠ্যক্রম নির্ধারণে ফেডারেল সরকারের কোনো ভূমিকা নেই, এটি রাজ্য এবং স্থানীয় সরকারগুলোর দায়িত্ব। রাজ্য ও স্থানীয় সরকার স্কুলগুলোকে ৯০ শতাংম তহবিল প্রদান করে। তা সত্ত্বেও, হোয়াইট হাউসে, ট্রাম্প ‘রাজ্যগুলোতে শিক্ষা ফেরত পাঠানোর’ তার নির্বাচনী প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেছিলেন।

শিক্ষা বিভাগকে লক্ষ্য করে নির্বাহী আদেশটি কয়েক সপ্তাহ ধরে প্রত্যাশিত ছিল। এই আদেশে ম্যাকমাহনকে প্রধান কার্যক্রমগুলো বন্ধ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করেন ম্যাকমোহনই হবেন শেষ শিক্ষামন্ত্রী।

ট্রাম্প বলেছেন, “আমার প্রশাসন বিভাগটি বন্ধ করার জন্য সব আইনি পদক্ষেপ নেবে। আমরা এটি বন্ধ করে দেব এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করে দেব। এতে আমাদের কোনো লাভ হচ্ছে না।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’

লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।

উপকরণ

ঠান্ডা পানি: ৫০০ মিলি

ভাজা শুকনা মরিচ: ২টি

লেবু: ১টি (রস করে নেওয়া)

সরিষার তেল: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।

সূত্র: শিউলি কিচেন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ