বাসে হেনস্তার শিকার শাবি শিক্ষার্থী, আটক ১
Published: 10th, April 2025 GMT
ঢাকা থেকে বাসে সিলেট আসার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে মাইন উদ্দিন নামে এক বাস সুপারভাইজারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে বাস থামিয়ে তাকে আটক করা হয়।
মাইন উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ীর বাটপাড়া গ্রামের ওহিদ উল্লার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে প্যারাডাইস এক্সপ্রেস নামে বাস সার্ভিসের একটি স্লিপার কোচে ওঠেন ভুক্তভোগী শিক্ষার্থী। পথে মাইন উদ্দিন তাঁকে হেনস্তা করেন। পরে বিষয়টি শাবিপ্রবির কয়েক সহপাঠীকে জানান ওই শিক্ষার্থী। সংবাদ পেয়ে কয়েক শিক্ষার্থী কদমতলী হুমায়ুন রশীদ চত্বরে গিয়ে বাসটি থামান। পরে ওই শিক্ষার্থীর বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে মাইন উদ্দিনকে আটক করে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে লিখিত অভিযোগ এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।