‘বৎসরের আবর্জনা দূর হয়ে যাক... এসো হে বৈশাখ’
Published: 14th, April 2025 GMT
এবারের বৈশাখ এক নতুন তাৎপর্য নিয়ে উপস্থিত হয়েছে আমাদের জাতীয় জীবনে। দীর্ঘদিনের পুঞ্জীভূত জঞ্জাল থেকে মুক্তির আনন্দে উদ্ভাসিত এবারের নববর্ষ। অতীতের ভুলত্রুটি, বঞ্চনা, গ্লানির অবসানে এক নতুন আশার স্বপ্ন নিয়ে পয়লা বৈশাখের নতুন সূর্য উদিত হচ্ছে। ‘বৎসরের আবর্জনা দূর হয়ে যাক...এসো হে বৈশাখ।’
অতীতে ব্যবসায়িক বা অর্থনৈতিক কারণেই পয়লা বৈশাখের গুরুত্ব ছিল। খাজনা পরিশোধ, ব্যবসায়ীদের হালখাতা নবায়ন ইত্যাদি ছিল মূল বিষয়। এই সেদিনও পয়লা বৈশাখে বিভিন্ন দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পুরোনো খদ্দেরদের নিমন্ত্রণ করা হতো, মিষ্টিমুখ করানো হতো। এখন এ রেওয়াজ আছে কি না, জানি না। যদিও সম্রাট আকবর খাজনা প্রদানের সুবিধার্থে পয়লা বৈশাখের সূচনা করেন, কালক্রমে তা পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে মিশে গিয়ে আনন্দ ও উৎসবে পরিণত হয়। বাঙালি উৎসবপ্রিয়, যে জন্য কথায় বলে, ‘বারো মাসে তেরো পার্বণ’—যেকোনো উপলক্ষকে উৎসবে পরিণত করার ইতিহাস আমাদের রয়েছে।
নববর্ষের উৎসব বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত লোকজ সংস্কৃতি। সংস্কৃতি তো আবহমানকাল থেকেই জীবনচর্চার উপজাত। জীবনচর্চায় সংস্কৃত রূপটিই সংস্কৃতি। মানুষ শুধু ক্ষুণ্নিবৃত্তিতেই সন্তুষ্ট থাকেনি; জীবনকে উন্নততর, সুন্দর করার নিত্যপ্রয়াসে মেধা, মননশীলতা, সহজাত সৃজনশীলতার চর্চায় শিল্প-সংস্কৃতির উদ্ভব ঘটিয়েছে, বাসন-কোসন থেকে বসনভূষণ—সবকিছুতেই এর প্রতিফলন ঘটিয়েছে; নিরন্তর মেধা, সৃজনশীলতা ও সৌন্দর্যবোধের প্রকাশ ঘটিয়েছে।
শিল্প-সংস্কৃতি স্থবির কিছু নয়, সংস্কৃতির রূপান্তরও স্বাভাবিক প্রক্রিয়া। আদিম মানবের গুহাচিত্র থেকে নানা পরিবর্তন, পরিশীলনের মধ্য দিয়ে আজকের বিমূর্ত চিত্রকলা। সংগীতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে দুর্ভাগ্যের বিষয়, এই শিল্পকে আমরা নিছক স্থূল বিনোদনের পণ্যে পরিণত করেছি। অথচ সূক্ষ্মতম চারুকলা হিসেবে সংগীত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হওয়ার দিকে অগ্রসর হওয়ার দাবি রাখে। এই ভিন্ন প্রসঙ্গ থাক।
আমাদের সাধারণ মানুষের জীবনে বিনোদনের অবকাশ খুবই কম। যে কারণে যেকোনো উপলক্ষ ঘিরে সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা বিনোদনের সন্ধান করি। পয়লা বৈশাখের সঙ্গে শুরুতে আর্থিক বা ব্যবসায়িক দিক জড়িত থাকলেও কালক্রমে এটিও একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়। বিশেষ করে কৃষিনির্ভর গ্রামীণ জীবনে, তবে ধীরে ধীরে শহরের জীবনেও তার বিস্তৃতি ঘটে, সর্বসাধারণের কাছেই পয়লা বৈশাখ একটি শুভদিন হিসেবে আদৃত হয়, নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। পূর্ব দিগন্তে নতুন সূর্যোদয়ের সঙ্গে এক নতুন জীবনের প্রত্যাশায় আনন্দমুখর হয়ে ওঠে ধর্ম, বর্ণ, শ্রেণিনির্বিশেষে সব মানুষ।
ঘরদোর, গৃহসামগ্রী থেকে শুরু করে নিজেকেও পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিপাটি করে সাজানোর চেষ্টা করা হয়। ছেলেদের পাঞ্জাবি-পায়জামা, মেয়েদের লালপেড়ে সাদা শাড়ি যেন পয়লা বৈশাখের অনুষঙ্গ হয়ে গেছে। সন্দেহ নেই এর ব্যবসায়িক দিকটি এ ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখছে, আর্থিক কার্যক্রমেও গতি সৃষ্টি হচ্ছে।
বৈশাখী মেলা পয়লা বৈশাখের আনন্দকে আরও আনন্দঘন করে তোলে। ছোটবেলায় এই মেলাই ছিল আমাদের কাছে প্রধান আকর্ষণ। বাড়িতে আহার্যের বিশেষ আয়োজন থাকলেও মেলার বাতাসা, কদমা, নাড়ু, মুড়ি-মুড়কি ইত্যাদির প্রতিই আকর্ষণ ছিল বেশি। তালপাতার বাঁশি, ভেঁপু, ডুগডুগি কিনে বাজাতে বাজাতে বন্ধুবান্ধবের সঙ্গে বাড়ি ফেরা, সে যে কী আনন্দের, তা আজকের বহুবিধ চমকপ্রদ কৃত্রিম আনন্দের আয়োজনে অভ্যস্ত ছেলেমেয়েরা ধারণাও করতে পারবে না। দেশীয় নানা বাদ্যযন্ত্রের আওয়াজে সারা শহর যেন মুখর থাকত। এই দিনের আওয়াজের অত্যাচার বড়দের কাছেও ছিল মার্জনীয়। মেয়েদের কাছে প্রধান আকর্ষণ ছিল মাটির পুতুল, কাচের চুড়ি ইত্যাদি।
কখনো কখনো বাড়তি বিনোদনের আয়োজনও থাকত। পল্লি গায়কদের পালাগান, জারিগান, গাজির গান ইত্যাদি ঐতিহ্যবাহী লোকসংগীতের আয়োজন থাকত। পুতুলনাচ, নাগরদোলা, সার্কাস, বিশেষ করে বায়োস্কোপওয়ালার বাক্সের চোঙার ভেতর মুখ দিয়ে নানা দর্শনীয় স্থান দেখা—বায়োস্কোপওয়ালার ঝুনঝুনি বাজিয়ে—‘এই দিল্লির শহর আইসা গেল, কী সুন্দর তাজমহল দেখা গেল’ ইত্যাদি বর্ণনা শোনা আজ হাস্যকর মনে হলেও আমাদের ছোটবেলায় এর যে কী বিস্ময়ের আনন্দ ছিল, তা বোঝানো যাবে না।
আজকের পয়লা বৈশাখেও সেসব আয়োজন রয়েছে। স্বাভাবিক নিয়মেই কিছু পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ঘটেছে। সানকিতে পান্তা-ইলিশ খাওয়া এর মধ্যে অন্যতম। আমাদের দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর জীবনে ইলিশ এক দুর্লভ বস্তু। আবহমানকাল ধরে আমাদের গ্রামীণ জীবনে একটুখানি লবণ, পেঁয়াজ, মরিচ ডলে পান্তা খেয়ে মাঠে কাজ করতে যাওয়া নিত্যদিনের অভ্যাস।
এবার নতুন উদ্যমে নতুন আয়োজনে উদ্যাপিত হতে যাচ্ছে পয়লা বৈশাখ। নতুন নতুন সংযোজনও ঘটছে। লোকসংগীতের পাশাপাশি ব্যান্ডসংগীতের কনসার্টও আয়োজিত হচ্ছে। মন্দ কী, সংযোজন-বিয়োজনের মাধ্যমে সংস্কৃতির রূপান্তর স্বাভাবিক প্রক্রিয়া—তবে পুরোনোকে অবজ্ঞা করে নয়, ভালোবাসা-শ্রদ্ধায় লালন করার মাধ্যমে।
ঐতিহ্য আর নবীনতাকে মিলিয়ে পয়লা বৈশাখ বছর বছর এসে আমাদের সজীব করে রাখুক। শুভনববর্ষ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য় আম দ র আনন দ
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি