বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন জাহাঙ্গীর। আহত জাহাঙ্গীর সোনারগাঁও উপজেলার আমবাগ গ্রামের চাঁন মিয়ার ছেলে।

জাহাঙ্গীর মাথার যন্ত্রণায় এখনো রাতে ঘুমাতে পারেন না বলে আক্ষেপ করে বলেন, যন্ত্রণা এতো তীব্রতর হয় মাঝে মাঝে বেহুঁশ হয়ে পড়েন। এ পর্যন্ত কেউই তার খোঁজ নেননি। সরকারি বা বেসরকারি ভাবে কোন আর্থিক সহায়তাও পাননি তিনি।

বাড়িভিটা যেটুকু ছিল সেটিও বন্ধক রেখে এপর্যন্ত চিকিৎসা চালিয়ে আসছেন। টাকার অভাবে এখন আর চিকিৎসা করতে পারছেনা। বর্তমানে চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করলেও কোন সহযোগিতা এখনো পায়নি।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় আন্দোলন চলাকালীন আমার মাথায় গুলি লেগে অজ্ঞান হয়ে পড়ে থাকলে পথচারীরা প্রথমে আল বারাকাহ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় নিয়ে যায়। পড়ে চিকিৎসকরা মাথায় অপারেশন করে মাথার হাড় ফেলে দেন।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ