দুই মাসেও গ্রেপ্তার হয়নি ঘাতক, মায়ের আহাজারি
Published: 19th, April 2025 GMT
স্বামী হারিয়ে আট বছর ধরে দুই ছেলেকে বুকে আগলে রেখেছিলেন বিধবা খুরশিদা বেগম। তার ছেলে মুমিনুল ইসলাম পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। মায়ের স্বপ্ন ছিল, ছেলেরা বড় হয়ে মায়ের দুঃখ ঘোচাবে। লোহাগাড়ার পুটিবিলার বখাটে কিশোর গ্যাং কেড়ে নিল মুমিনুল ইসলামের প্রাণ। নিমিষেই খুরশিদার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। দুই মাসেও ধরা পড়েনি মুমিনুল হত্যার আসামিরা।
জানা যায়, মুমিনুল ইসলাম শান্ত বিনয়ী ছিল। গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁতিপাড়া মাদ্রাসার বার্ষিক সভায় যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বখাটেরা তাকে ছুরিকাঘাত করে। বখাটে শাকিল আর সাকিব জাপটে ধরে, মূল ঘাতক হেলাল উদ্দিন রিয়াদ উন্মত্তের মতো একের পর এক ছুরিকাঘাত করে মুমিনুলকে।
এ ঘটনায় ছয়জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা হয়েছে। ঘটনার দু’দিন পর আসামি শাকিল ধরাও পড়েছে। মূল হোতা হেলাল উদ্দিন রিয়াদ ও তার সহযোগী সাকিব, নাইমুদ্দিন, শওকত, হারুন এখনও ধরাছোঁয়ার বাইরে। দুই মাস ধরে তারা পালিয়ে বেড়াচ্ছে আর এদিকে বিচার পাওয়ার অপেক্ষায় নীরবে কাঁদছেন সন্তানহারা খুরশিদা বেগম। এলাকাবাসী পলাতক আসামিদের ছবি দিয়ে পোস্টার লাগিয়েছে অলিতে-গলিতে, তাদের দাবি খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’
খুরশিদা বেগম বলেন, ‘আমার ছেলেটার কী অপরাধ ছিল? কেন আমার বুক খালি করল ওরা? আমি আর কিছু চাই না, শুধু আমার ছেলের খুনিদের কঠিন শাস্তি চাই, ওদের ফাঁসি চাই।’
মুমিনুলের চাচাতো ভাই আরিফুর রহমান বলেন, ‘এতদিনেও খুনিরা ধরা পড়ল না, এটা আশ্চর্যের বিষয়। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। স্কুলের সহপাঠী আর শিক্ষকরা মানববন্ধন করেছেন, পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু পুলিশ একজন ছাড়া আর কাউকে ধরতে পারেনি।’
মামলার তদন্ত কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘অভিযান চলছে, প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।