সামাজিক যোগাযোগমাধ্যমে কাল রাতেই শুরু হয় গুঞ্জন, রিয়াল মাদ্রিদ কোপা দেল রে ফাইনালে খেলবে তো! ইউরোপিয়ান ফুটবলের খবরাখবর দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম পরিচিত হয়ে ওঠা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো কিছুক্ষণ পর পর ঘটনার হালনাগাদ তথ্য পোস্ট করছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ সময় বেশ গভীর রাতে অচলায়তনের অবসান ঘটে। বিবৃতি দিয়ে কোপা দেল রে ফাইনালে খেলার বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুনরেফারিদের বিরুদ্ধে রিয়ালের ‘যুদ্ধ ঘোষণা’, কোপার ফাইনালের আগে ধুন্ধুমার১ ঘণ্টা আগে

তার আগের ঝামেলাটা এতক্ষণে সবার জানা। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে এই ম্যাচের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়াকে পাল্টানোর অনুরোধ করেছিল রিয়াল। কিন্তু আরএফইএফ রিয়ালের এই অনুরোধ রাখেনি বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। যদিও রিয়ালের পক্ষ থেকে এমন কোনো অনুরোধের বিষয়টি আরএফইএফের একটি সূত্র ইএসপিএনের কাছে অস্বীকার করেন। কিন্তু ফাইনালের আগে এই ম্যাচের মূল রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া ও ভিএআর প্রধান পাবলো গঞ্জালেস ফুয়ের্তেসের সংবাদ সম্মেলনে বলা কথাগুলো মাদ্রিদের ক্লাবটি ভালোভাবে নিতে পারেনি। একটি কড়া বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে তাদের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলা হয়।

প্রশ্ন হলো, এই রেফারির ওপর কেন ক্ষোভ রিয়ালের? ফাইনালের আগে রেফারির সংবাদ সম্মেলন নিয়ে কেন-ই-বা এত বিতর্ক তৈরি হলো?

সংবাদ সম্মেলনে কেঁদে ফেলেন বেনগোচেয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

নিষিদ্ধ হওয়ার আগেই ছিটকে গেলেন রুডিগার

আন্তোনিও রুডিগার কয় ম্যাচ নিষিদ্ধ হবেন—এটাই ছিল আলোচনা। কিন্তু সেই আলোচনার ভেতরেই ভেসে এল নতুন খবর। মঙ্গলবার হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর মৌসুমই শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের এই জার্মান সেন্টারব্যাকের।

রুডিগারের নিষিদ্ধ হওয়ার আলোচনার কারণ গত শনিবারের কোপা দেল রে ফাইনাল, যেখানে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারে রিয়াল। শেষ বাঁশি বাজার মিনিট দেড়েক আগে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বেঞ্চ থেকে তেড়ে গিয়েছিলেন রুডিগার। সতীর্থরা তাঁকে টেনে ধরে থামান। তখন রিয়ালের বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার প্রতি কিছু একটা ছুড়ে মারা হয়। বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এক টুকরা বরফ ছুড়ে মারা হয়েছিল রেফারির প্রতি এবং এই কাজটি রুডিগারই করেছেন।

আরও পড়ুনচ্যাম্পিয়ন হওয়ার পরও লিভারপুলের কোন খেলোয়াড়েরা পদক পাবেন না৬ ঘণ্টা আগে

তখনই আলোচনা শুরু হয়, এমন কাজের জন্য বড় ধরনের শাস্তি পেতে পারেন রুডিগার। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইফ) আচরণবিধির ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞাও পেতে পারেন তিনি। বিবিসি জানিয়েছে, তাঁর এই আচরণকে আরও মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হলে তিন মাস থেকে সর্বোচ্চ এক বছরও নিষিদ্ধ হতে পারেন রুডিগার। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে আরএফইফের শৃঙ্খলা কমিটি।

রুডিগার অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। কিন্তু তাতেও তাঁর শাস্তি না–ও কমতে পারে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৪ থেকে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার।

কিন্তু সেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসার আগেই রুডিগার মাঠ থেকেই ছিটকে পড়লেন। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানোয় ছয় থেকে সর্বোচ্চ আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। যদিও রিয়ালের বিবৃতিতে রুডিগারকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা জানানো হয়নি, ‘বাঁ হাঁটুর বাইরের অংশের মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় রুডিগারের আজ অস্ত্রোপচার করানো হয়।’

আরও পড়ুনযে দুটি দলের কোচ হওয়া ক্লপের স্বপ্ন৮ ঘণ্টা আগে

ইএসপিনকে সূত্র জানিয়েছে, রুডিগারকে দুই মাস কিংবা আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হলো লা লিগায় তাঁর মৌসুম শেষ হয়ে গেছে এবং ১৪ জুন থেকে যুক্তরাস্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। লা লিগা পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল। ৩৩ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৭২ পয়েন্ট। দুই দলই আর ৫টি করে ম্যাচ খেলবে।

সূত্র ইএসপিএনকে জানিয়েছে, রিয়াল চায় আগামী প্রাক্‌–মৌসুমে রুডিগারকে ফিট অবস্থায় পেতে। তার আগে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না রিয়াল। যদিও রুডিগার ইনস্টাগ্রামে জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে এবং নেশনস লিগে জার্মানির হয়ে খেলতে তিনি ‘সবকিছুই করবেন’।

চলতি মৌসুমে রিয়ালের জন্য অপরিহার্য ছিলেন রুডিগার। একাডেমি থেকে আসা রাউল আসেনসিও ছাড়া রিয়াল কোচ কার্লো আনচেলত্তির হাতে সেন্টারব্যাক হিসেবে শুধু রুডিগারই ছিলেন। কতটা অপরিহার্য ছিলেন রুডিগার সেটা জানাচ্ছে ট্রান্সফারমার্কেট। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে রুডিগারের (৪১০১ মিনিট) চেয়ে শুধু ফেদে ভালভের্দেই বেশি সময় মাঠে ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কেন ভেস্তে গেল আলোচনা
  • রেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার, বেলিংহামরা কে কত ম্যাচ
  • নিষিদ্ধ হওয়ার আগেই ছিটকে গেলেন রুডিগার