হাটহাজারীতে ডাকাতের গুলিতে সেনা সদস্য গুলিবিদ্ধ
Published: 26th, April 2025 GMT
নিজ বাড়িতে ছুটিতে থাকা অবস্থায় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেওয়া ডাকাতদলকে প্রতিরোধ করতে এগিয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক সেনা সদস্য। তার নাম মুহাম্মদ শহীদুল ইসলাম (২৮)।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত গভীর রাত ৩টার দিকে হাটহাজারী বাস স্টেশন মেখল রোডের মাথায় এই ঘটনা ঘটে। আহত সেনা সদস্যকে চট্টগ্রাম সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সেনা সদস্য শহীদুল ইসলামের পারিবারিক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে হাটহাজারী মেখল রোডে। গাউছিয়া গ্রোসারি নামের এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে শহীদুল ইসলামের দুই ভাই রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম জানান, রাত প্রায় তিনটার দিকে এই গ্রোসারির দোকানটিতে একদল ডাকাত অস্ত্র নিয়ে প্রবেশ করে দোকানের ক্যাশ টাকা ও মালামাল লুট করতে থাকে। খবর পেয়ে বাড়িতে থাকা সেনা সদস্য শহীদুল ইসলাম ডাকাতদের প্রতিরোধ করতে এগিয়ে যান। এই সময় ডাকাতদলের সদস্যরা শহীদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার গলায় বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম সামারিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতদলের সদস্যরা দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও দোকানের বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী