জন্মদিনে জেনে নিন অড্রে হেপবার্ন সম্পর্কে জানা–অজানা ১০ তথ্য
Published: 4th, May 2025 GMT
২ / ১০দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুপ্তচর হিসেবেও কাজ করেছেন অড্রে। নাৎসি দখলদারির বিরুদ্ধে গড়ে ওঠা ডাচ প্রতিরোধ বাহিনীর জন্য অর্থ সংগ্রহ করতে ব্যালে মঞ্চস্থ করতেন এই অভিনেত্রী। তখন তিনি কেবল কিশোরী। আইএমডিবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নৃত্যে বিভাগ সেরা হলেন নোয়াখালী কলেজ শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা- ২০২৫ এ নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী নুজহা তুজ জোহরা (প্রীতি)।
তিনি নোয়াখালী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নুজহা তুজ জোহরা প্রীতির পরিবেশনা দর্শক ও বিচারকদের হৃদয় জয় করে নেয়। তার পরিবেশনায় উঠে আসে শৈল্পিক উৎকর্ষ এবং বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণ, যা সর্বমহলে প্রশংসিত হয়।
নুজহা প্রীতি বলেন, “বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করা আমার জন্য দারুণ সৌভাগ্যের। আমি অংশগ্রহণ করেছি, কিন্তু প্রথম হব ভাবিনি। এটি আমার জন্য অনেক বড় অর্জন।”
তিনি বলেন, “ছোটবেলা থেকে নৃত্য নিয়ে আমার খুব একটা আগ্রহ ছিল না। আমি মূলত একজন সংগীত শিল্পী। ছোটবেলা থেকে গান করে আসছি। গানই আমার প্রেরণা। তবে নৃত্য শিখেছি আমার মেজ আপুর কাছ থেকে। এখন আমি গানের পাশাপাশি নাচেও বেশ আগ্রহী। নাচকে আমি ভালোবেসে ফেলেছি।”
তিনি আরো বলেন, “নাচে আমি অনেকবারই পুরস্কার পেয়েছি। কিন্তু এবার এত ভালো করব ভাবতে পারিনি। সবই আল্লাহর মেহেরবানি এবং সবার দোয়া। আমি আমার শিক্ষক বন্ধুমহলসহ সবার কাছে দোয়া কামনা করি, যাতে সামনে আরো ভালো করতে পারি।”
বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা নুজহার ভূয়সী প্রশংসা করেন।
নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এবিএম ছানা উল্লাহ বলেন, “আমাদের কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে এভাবে এগিয়ে যাক, সেই দোয়া করি। নুজহার অর্জন আমাদের কলেজের সুনাম বয়ে এনেছে। আমাদের প্রতিভাবান শিক্ষার্থীরা পর্যাপ্ত সুবিধা পেলে সামনে আরো এগিয়ে যাবে। কলেজের পক্ষ থেকে নুজহাকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে কলেজের শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।”
ঢাকা/সুমাইয়া/মেহেদী