ভারতের পেসার শামিকে মেরে ফেলার হুমকি, এক কোটি রুপি দাবি
Published: 6th, May 2025 GMT
মেইল করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ভারতের পেসার মোহাম্মদ শামিকে। গত রোববার তিনি এই মেইল পান বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এ বিষয়ে উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে গতকাল সোমবার একটি এফআইআর করা হয়েছে। ভারতের বার্তা সংস্থা আইএএনএস এই এফআইআর সম্পর্কে জানতে পেরেছে।
আরও পড়ুনওয়ানডে র্যাঙ্কিং: দশে নেমে গেছে বাংলাদেশ, সর্বশেষ কবে এত বাজে অবস্থা ছিল১৭ ঘণ্টা আগেআইএএনএস জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশে এফআইআর করা হয়। তবে এই এফআইআর নিবন্ধন করা হয়েছে শামির ভাই হাসিবের পক্ষ থেকে, যেখানে মেইলে হুমকি দাতা হিসেবে রাজপুত সিন্দারের নাম উল্লেখ করা হয়।
এফআইআর অনুযায়ী, মেইলে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি শামির কাছে এক কোটি রুপিও দাবি করেন হুমকিদাতা। শামি এখন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন। পুলিশ তদন্তে নেমেছে।
হায়দরাবাদের হয়ে এবার আইপিএলে ৯ ম্যাচে ৫৬.
গত মাসে ভারতের কোচ গৌতম গম্ভীরকেও মেইল করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। দিল্লি পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং গম্ভীরকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছে। ডিসিপি (কেন্দ্রীয়) ভি হর্ষবর্ধন এ নিয়ে বলেন, ‘গৌতম গম্ভীরের সঙ্গে সংশ্লিষ্ট একটি ই–মেইল আইডিতে মেইল করে হুমকি দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি। ব্যাপারটি তদন্ত করা হচ্ছে। গৌতম গম্ভীর ইতিমধ্যেই দিল্লি পুলিশের নিরাপত্তাবলয়ে আছেন। কী ধরনের নিরাপত্তায় আছেন, তা নিয়ে আমরা কিছু বলতে পারছি না।’
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরউৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য়দর ব দ
এছাড়াও পড়ুন:
গম্ভীরের পর এবার হত্যার হুমকি পেলেন শামি
ভারতীয় পেসার মোহাম্মদ শামির কাছে প্রাণনাশের হুমকি ও ১ কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়েছে। ঘটনায় তোলপাড় ভারতীয় ক্রীড়াঙ্গন। হুমকির ঘটনায় ইতোমধ্যে উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।
শামির ভাই হাসিব অভিযোগপত্র দায়ের করেছেন। এফআইআরে উল্লেখ করা হয়, 'রাজপুত সিন্দর' নামের এক ব্যক্তি ই-মেইলের মাধ্যমে শামিকে হত্যার হুমকি দেন এবং মুক্তিপণ হিসেবে এক কোটি রুপি দাবি করেন। ওই ই-মেইলের ভিত্তিতেই অভিযুক্তের নাম অন্তর্ভুক্ত করা হয়।
ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। আমরোহার পুলিশ সুপার জানিয়েছেন, ইন্ডিয়ান পেনাল কোড ২০২৩-এর ৩০৮(৪) ধারা এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা রুজু করা হয়েছে।
এর আগে ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলেন শামি।
চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বল হাতে খুব একটা আলো ছড়াতে পারছেন না এই অভিজ্ঞ পেসার। ৯ ম্যাচে তার উইকেট সংখ্যা মাত্র ৬টি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।