‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলা হলো শতবর্ষী বটগাছটি
Published: 6th, May 2025 GMT
গোড়ায় মোমবাতি জ্বালিয়ে মানত, লাল কাপড় বাধাকে ‘শিরক ও গুনাহর কাজ’ আখ্যা দিয়ে মাদারীপুরে শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলা হয়েছে। গত শনিবার দুপুরে সদর উপজেলা আলম মীরার কান্দি এলাকায় শতবর্ষী বটগাছটি কেটে ফেলেন স্থানীয়রা। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে নানান প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।
এ দিকে বটগাছটি কেটে ফেলার বিষয়ে তদন্ত শুরু কাজ করেছে বন বিভাগ ও জেলা প্রশাসন।
জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলা আলম মীরার কান্দি এলাকায় শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলেন স্থানীয়রা। মূলত শতবর্ষী বটগাছটির গোঁড়ায় স্থানীয় ও দূর-দূরান্তের মানুষ মোমবাতি জ্বালিয়ে মানত করতো, মনোবাসনা পূরণে লাল কাপড় বেঁধে রাখত। যা ইসলামের দৃষ্টিতে শিরক আখ্যা দিয়ে তা কেটে ফেলা হয়েছে।
গাছটি কাটার সমালোচনা করে মাইনুল ফয়সাল নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শিরক করল কারা আর ক্ষতিগ্রস্ত হলো কে? গোটা জাতি এতটা অশিক্ষিত কি করে হয় আমার মাথায় ঢোকে না। বটগাছের অপরাধ কি?’
সোহেল সিকদার নামে এক ব্যক্তি বলেন, ‘প্রচণ্ড রোদে অনেকে এই গাছের ছায়ায় বসে থাকত। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শত শত পাখির অভয়ারণ্য এ গাছ। এভাবে গাছটি কেটে ফেলা ঠিক না।’
তবে গাছ কাটার পক্ষ নিয়ে স্থানীয় এক বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, ‘এই বটগাছের গোঁড়ায় মিষ্টি দেয়, সিন্নি দেয়, লাল কাপড় বাধা হয়। এই গাছকে কে মনে করে সৃষ্টিকর্তা, দেবতা, যা শিরক ও গুনাহর কাজ। এই গুনাহর কাজ যাতে না হয় সেজন্য স্থানীয়রা গাছটি কেটেছেন। এত বড় গাছ যে পরিমাণে অক্সিজেন দেয় তা আমাদের ও পরিবেশের জন্য বড্ড উপকারী তা আমরা জানি। আমরা সবাইকে আশ্বস্ত করেছি, এখানে তিনটি গাছ রোপণ করব। আমরা জমির মালিকের সঙ্গে কথা বলেছি গাছটি কাটার বিষয়ে। তিনি আমাদের বলেছেন, যেহেতু গাছটির জন্য গুনাহ হচ্ছে, তাই কেটে ফেলেন ও আমাদের মসজিদে ১৫০০ টাকা দিয়েন।’
মাদারীপুর বন কর্মকর্তা জাহাঙ্গির আলম খান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি এবং আশপাশের অনেকের সঙ্গে কথা বলেছি। তবে আগে যে ঘটনাকে কেন্দ্র করে গাছটি কাটার পরিকল্পনা হয়েছিল, তা অস্বীকার করছেন গাছমালিক। জমির মালিক সত্তর হাওলাদার বলেছেন, গাছ তিনি ১৫০০ টাকায় বিক্রি করেছেন। আমার ধারণা, ঘটনা আগেরটা ঠিক, তবে জমির মালিককে ম্যানেজ করা হয়েছে। আমরা বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি এবং তদন্ত করা হচ্ছে।’
মাদারীপুরের জেলা প্রশাসক মোসা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেসরকারি পোশাক নির্মাতা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ
ছয়টি বড় পদে নিয়োগ দিচ্ছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডি ডিজাইনস প্রাইভেট লিমিটেড। আগামী ১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
পদের নাম ও বিবরণ
১. জিএম/এজিএম—অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং সেক্টরে ১০-১৫ বছরের অভিজ্ঞতা।
২. জিএম/এজিএম—প্রোডাকশন
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে মাস্টার্স/গ্র্যাজুয়েট। ১৫০০ মেশিনের সম্পূর্ণ উৎপাদনপ্রক্রিয়া (কাট থেকে শিপ পর্যন্ত) পরিচালনায় ১০-১৫ বছরের অভিজ্ঞতা।
৩. জিএম/এজিএম—মার্কেটিং
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স। সুপরিচিত ব্র্যান্ডের সঙ্গে কাজের অভিজ্ঞতাসহ ৭-১০ বছরের অভিজ্ঞতা।
৪. জিএম/এজিএম—কোয়ালিটি
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স। বোনা পোশাক কারখানায় ৮-১০ বছরের অভিজ্ঞতা।
৫. জিএম/এজিএম—আইই (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সায়েন্স গ্র্যাজুয়েট/মাস্টার্স। ১৫০০ এম/সি মেশিন পরিচালনায় ৫-১০ বছরের অভিজ্ঞতা।
৬. এজিএম—অডিট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিএ/মাস্টার্স ইন অ্যাকাউন্টস/ফাইন্যান্স/সিএ/সিএ-পার্ট। বৃহৎ ম্যানুফ্যাকচারিং ইউনিটে ৫-৮ বছরের অভিজ্ঞতা।
আবেদন পাঠানোর ঠিকানা ও প্রক্রিয়া
বিডি ডিজাইনস প্রাইভেট লিমিটেড, সেক্টর ৩, প্লট ৪৮-৪৯, কর্ণফুলী ইপিজেড, নর্থ পতেঙ্গা, চট্টগ্রাম–৪২০৪ অথবা ই-মেইল: [email protected]/mailto:[email protected]
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ ১ অক্টোবর এর মধ্যে আবেদন করতে হবে।