সকালে ঘুরে বেড়াচ্ছিল রুবেল, দুপুরে খামারের পাশে পড়ে ছিল রক্তাক্ত লাশ
Published: 7th, May 2025 GMT
সাভারের আশুলিয়ায় একটি মাছের খামারের পাশ থেকে রুবেল মণ্ডল (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম দেউন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রুবেল মণ্ডলকে সকালেও ঘুরতে দেখা যায়। পরে আর এলাকায় দেখা যায়নি। দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
নিহত রুবেল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো.
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম দেউন এলাকার একটি মাছের খামারের পাশে নির্জন স্থানে রুবেল মণ্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়। খবর পয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় পাশেই রুবেলের ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল।
নিহতের বড় ভাই আলমগীর মণ্ডল বলেন, ‘সকালে রুবেল মণ্ডলকে বাসা থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা আব্বাস মণ্ডলের ছেলে শান্ত (৩০), মৃত আশক আলী মণ্ডলের ছেলে কুদ্দুস মণ্ডল ও তার ভাই আমজাদ মণ্ডল। এর আগে ১৫ দিন আগেই তাকে হত্যার হুমকি দিয়েছিল শান্ত, মুনসুর, আকবর, কুদ্দুস, আমজাদ, জাহিদুল, জাকির হোসেন, ও আলাউদ্দিন। দুই দিন আগেও তারা আমাদের খামার থেকে মাছ ধরে নিয়ে যায়।’
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৮৭ বছর বয়সে ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার’, কে এই জনপ্রিয় বলিউড তারকা
২ / ১৪৮৭ বছর বয়সে এই অভিনেত্রী ‘চিত্রশিল্পী’ ও ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম থেকে