শিক্ষার্থীদের জন্য এআই নতুন সুযোগ তৈরি করবে: ডেমিস হাসাবিস
Published: 9th, May 2025 GMT
কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতার বিভিন্ন ঝলক দেখা যাচ্ছে। আর তাই এ প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। এআই প্রযুক্তি বিভিন্ন কাজ করার সক্ষমতা অর্জন করার মাধ্যমে ভবিষ্যতে মানুষের বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। তবে গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেমিস হাসাবিস যুক্তরাজ্যের কুইন্স কলেজে আয়োজিত এক সাক্ষাৎকারে শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, শিক্ষার্থীদের জন্য এআই নতুন সুযোগ তৈরি করবে। আগামী দশকে পরিবর্তনই হবে একমাত্র ধ্রুবক। আর তাই নতুন পরিবর্তন ও প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের উদ্দেশে ডেমিস হাসাবিস বলেন, ‘আমি বিশেষ করে এআই নিয়ে কথা বলতে চাই। ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি), এআর (অগমেন্টেড রিয়েলিটি) ও কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির বিষয়ে জানতে হবে। আগামী পাঁচ থেকে দশ বছরে এসব প্রযুক্তি আরও কার্যকর হয়ে উঠবে। যখনই কোনো পরিবর্তন আসবে, তখন বিশাল সুযোগ তৈরি হয়। আমি মনে করি, আমরা এমন একটি নতুন সময়ে প্রবেশ করতে যাচ্ছি। নব্বইয়ের দশকের যখন আমরা স্নাতক ডিগ্রি অর্জন করছিলাম, তখন ছিল আমাদের জন্য ইন্টারনেট, মোবাইল এবং গেমস। আপনাকে খুব বুদ্ধিমান হতে হবে ও সামনে আসা নতুন প্রযুক্তিকে আলিঙ্গন করতে হবে।’
আরও পড়ুনগান তৈরির এআই মডেল আনছে গুগলের ডিপমাইন্ড১৮ নভেম্বর ২০২৩এআইয়ের যুগে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি শেখার জন্য বেশি সময় ব্যয় করার পরামর্শ দিয়েছেন ডেমিস হাসাবিস। তিনি জানান, স্নাতক ডিগ্রিধারী হিসেবে সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। ভালোভাবে শেখার জন্য সময়ের সদ্ব্যবহার করতে হবে। নতুন প্রযুক্তি কীভাবে দ্রুত গ্রহণ করা যায় ও তাতে পারদর্শী হওয়া যায়, তা জানতে হবে।
সূত্র: বিজনেস ইনসাইডার
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাঁদাবাজি করে দেশকে অশান্ত করে তুলেছে বিএনপি: চরমোনাই পীর
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বিএনপিকে উদ্দেশ্য বলেন, হাজার হাজার মায়ের কোল খালি হলো, তখন আপনারা কোথায় ছিলেন? সংস্কার যেগুলো প্রয়োজন, সেগুলো সংস্কার না হতেই স্লোগান শুধু নির্বাচন আর নির্বাচন। ৫ আগস্টের পরে আপনারা কী করেছেন? আমরা দেখছি আপনারা সারা দেশে চাঁদাবাজি করে অশান্ত করে তুলেছেন।
আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আপনারা ঘাট দখল করেছেন, স্টেশন দখল করেছেন, মামলা বাণিজ্য শুরু করেছেন। আপনারা আগে এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপর নির্বাচন চান। ক্ষমতায় গেলে আপনারা কী করবেন; তা বাংলাদেশের মানুষের জানা হয়ে গেছে। নতুনভাবে আর দেখতে চাই না।
চরমোনাই পীর বলেন, বিএনপিকে আমি বলবো- আওয়ামী লীগ নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে এবং সংস্কারের দাবিতে আগে আপনারা একমত হোন। সমস্ত রাজনৈতিক দলসহ সকল ধর্ম-বর্ণ সকল পেশার মানুষকে আমি বলবো- দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য আমরা একত্র হয়ে কাজ করব।
গণসমাবেশে আ ন ম মামুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির আব্দুলাহ আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন নাবী প্রমুখ।