শিক্ষার্থীদের জন্য এআই নতুন সুযোগ তৈরি করবে: ডেমিস হাসাবিস
Published: 9th, May 2025 GMT
কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতার বিভিন্ন ঝলক দেখা যাচ্ছে। আর তাই এ প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। এআই প্রযুক্তি বিভিন্ন কাজ করার সক্ষমতা অর্জন করার মাধ্যমে ভবিষ্যতে মানুষের বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। তবে গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেমিস হাসাবিস যুক্তরাজ্যের কুইন্স কলেজে আয়োজিত এক সাক্ষাৎকারে শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, শিক্ষার্থীদের জন্য এআই নতুন সুযোগ তৈরি করবে। আগামী দশকে পরিবর্তনই হবে একমাত্র ধ্রুবক। আর তাই নতুন পরিবর্তন ও প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের উদ্দেশে ডেমিস হাসাবিস বলেন, ‘আমি বিশেষ করে এআই নিয়ে কথা বলতে চাই। ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি), এআর (অগমেন্টেড রিয়েলিটি) ও কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির বিষয়ে জানতে হবে। আগামী পাঁচ থেকে দশ বছরে এসব প্রযুক্তি আরও কার্যকর হয়ে উঠবে। যখনই কোনো পরিবর্তন আসবে, তখন বিশাল সুযোগ তৈরি হয়। আমি মনে করি, আমরা এমন একটি নতুন সময়ে প্রবেশ করতে যাচ্ছি। নব্বইয়ের দশকের যখন আমরা স্নাতক ডিগ্রি অর্জন করছিলাম, তখন ছিল আমাদের জন্য ইন্টারনেট, মোবাইল এবং গেমস। আপনাকে খুব বুদ্ধিমান হতে হবে ও সামনে আসা নতুন প্রযুক্তিকে আলিঙ্গন করতে হবে।’
আরও পড়ুনগান তৈরির এআই মডেল আনছে গুগলের ডিপমাইন্ড১৮ নভেম্বর ২০২৩এআইয়ের যুগে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি শেখার জন্য বেশি সময় ব্যয় করার পরামর্শ দিয়েছেন ডেমিস হাসাবিস। তিনি জানান, স্নাতক ডিগ্রিধারী হিসেবে সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। ভালোভাবে শেখার জন্য সময়ের সদ্ব্যবহার করতে হবে। নতুন প্রযুক্তি কীভাবে দ্রুত গ্রহণ করা যায় ও তাতে পারদর্শী হওয়া যায়, তা জানতে হবে।
সূত্র: বিজনেস ইনসাইডার
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী