ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নে কালবৈশাখীতে জেলেদের ৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে ৯ বছরের এক শিশু নৌকার ইঞ্জিনের ওপর পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ে ইলিশার মাছঘাট, লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকার ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কালবৈশাখী আঘাত হানে। প্রায় আধা ঘণ্টা ঝোড়ো বাতাস বয়ে যায়। আরও কিছুক্ষণ বৃষ্টি হয়।

আজ শুক্রবার সকালে রাজাপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, অনেক গাছপালা ভেঙে গেছে। ইউনিয়নের মিজিবাজার এলাকায় আবদুর রাজ্জাক মৌলভী জামে মসজিদের টিন উড়িয়ে নিয়ে গেছে কালবৈশাখী।

ইউনিয়নের জোড়খাল এলাকার জেলে আবুল কালাম (৫০) জানান, মেঘনা নদীতে মাছ ধরে ফিরে আসার সময় ঝড়ে তাঁর নৌকা উল্টে যায়, তখন তাঁর ৩০ হাজার টাকার জাল ভেসে গেছে। তাঁরা ভাসতে ভাসতে নদীতীরে আসেন। তীর থেকে অন্য নৌকার সাহায্যে নৌকা উদ্ধার করেন। তবে জাল পাননি।

একই এলাকার রুস্তম আলীর ছেলে সোনাই মাঝির (২৫) নৌকা-জাল সব ডুবে গেছে। এতে তাঁর ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের কন্দ্রকপুর এলাকার আবদুস শহীদ বেপারীর (৪৫) জাল-নৌকা ডুবে গেছে। ঝড়ে ব্লকের সঙ্গে পিটিয়ে ফারুক মাঝির (২৬) ১ লাখ ২০ হাজার টাকার নৌকা ভেঙে গুঁড়া হয়েছে বলে জানান।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজাপুর এলাকার ২০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জেলে।

ঝড়ে দোকানঘর ভেঙে গেছে। আজ শুক্রবার সকালে ভোলা সদর উপজেলার তালতলী মাছঘাটে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত হয় ছ এল ক র

এছাড়াও পড়ুন:

ক্রিকেট খেলতে যাওয়ার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারীতে ক্রিকেট খেলতে যাওয়ার পথে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুজন। আজ শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাশেদ পারভেজ (২৪)। তিনি জেলা শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানির প্যাকেজিং শাখার কর্মী ছিলেন। আহত মো. খোকা ইসলাম (২৩) জেলা সদরের সোনারায় ইউনিয়নের কাজীরহাট গ্রামের বাসিন্দা। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মোরছালিন ইসলাম (২৩) নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলে তিন বন্ধু ক্রিকেট খেলার উদ্দেশ্যে নীলফামারী শহর থেকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বাবুরহাট যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন দিক থেকে আসা নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাশেদ পারভেজ ও খোকা ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে রাশেদ পারভেজের মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, দুর্ঘনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। বাসটি শনাক্তে কাজ চলছে।

সম্পর্কিত নিবন্ধ