অস্ত্রবিরতি ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের স্বস্তি দিয়েছে। ১৭ মে ফের মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএলের খেলা। ফ্র্যাঞ্চাইজিগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্টে ফিরতে বলা হয়েছে। তবে বিদেশিদের কেউ ফিরবেন, কেউ হয়তো ফিরবেন না। কেউ না এলেও ফ্র্যাঞ্চাইজি লিগ দুটির উন্মাদনা কমবে না; বরং পাকিস্তানি ক্রিকেটারদের কাছে মাঠে ফেরার আনন্দ হবে ঈদের খুশির মতোই। এই খুশি দ্বিগুণ হবে দেশটিতে বাংলাদেশ পাঁচ ম্যাচ টি২০ সিরিজ খেলতে গেলে, নিরাপত্তার কারণে যে সিদ্ধান্ত অনিশ্চয়তার সুতায় ঝুলছে।
কারণ পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন দেশের ক্রিকেটাররা। গতকাল টি২০ দলের অধিকাংশ ক্রিকেটার ফোনে জানান, বিসিবি থেকে পাকিস্তান সফরে যেতে বলা হলে নিজেদের আপত্তির কথা তুলে ধরবেন। আসলে ভারত-পাকিস্তানের সামরিক হামলা বন্ধ হলেও ভীতি ছড়িয়ে দিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। যেটা খেলোয়াড়দের নিরুৎসাহী করছে পাকিস্তান খেলতে যেতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নতুন সফরসূচি পাঠিয়েছে। ২৫ মে পিএসএলের ফাইনাল শেষ করে ২৭ মে থেকে ৫ জুন পাঁচ ম্যাচ টি২০ সিরিজের খসড়া সূচি বিসিবির হাতে থাকলেও সিদ্ধান্তহীনতায় ভুগছে। ভারত সীমান্তের কাছের ভেন্যু ফয়সালাবাদ ও লাহোরকে বহাল রেখেছে পিসিবি।
গতকাল লাহোরের একজন সাংবাদিক জানান, ২৭ ও ২৮ মে ফয়সালাবাদে দুটি ম্যাচ হবে। বাকি তিন ম্যাচ লাহোরে। বিসিবি রাজি থাকলে ৩০ মে থেকে ৩ জুন বাকি তিন ম্যাচ হতে পারে। মূলত ঈদ সামনে থাকায় বিকল্প পরিকল্পনা। পিসিবি সফর আয়োজনে উদ্যোগী হলেও বাংলাদেশ দলের খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। কারণ ক্রিকেটারদের উদ্বেগের বিষয়টি উপেক্ষা করার মতো নয়।
একজন ক্রিকেটার নাম গোপন রাখার শর্তে বলেন, ‘বিসিবি আমাদের এখনও কিছু বলেনি। বোর্ড সফর করার সিদ্ধান্ত নিলে আমরা আপত্তি জানাব। উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আমরা পাকিস্তানে যেতে চাই না।'
মিডলঅর্ডারের একজন ব্যাটারের মতে, “পাকিস্তান সফরের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত ক্রিকেটারদের মতামত নিয়ে হলে ভালো। আমরা যেতে চাই কিনা বোর্ড নিশ্চয়ই, তা জানতে চাইবে। সত্যিটা হলো এ মুহূর্তে পাকিস্তান সফর নিরাপদ মনে করি না।'
যদিও দুই দিন আগে সংবাদ সম্মেলনে টি২০ অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন, বিসিবি চাইলে পাকিস্তানে খেলতে যেতে রাজি তারা। সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বোর্ডের ওপর ছেড়ে দেওয়ায় চাপে পড়ে গেছেন কর্মকর্তারা। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, 'কাল মিটিং করে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মত হলো, সরকারের কাছে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিলে ভালো। নিরাপত্তার বিষয়টি রাষ্ট্র ভালো বুঝবে।'
যুব ও ক্রীড়া উপদেষ্টা ১০ মে বলেছিলেন, 'এ মুহূর্তে পাকিস্তানে খেলতে যাওয়া নিরাপদ না।' ওই দিনই সন্ধ্যায় ভারত-পাকিস্তান অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ায় বিসিবিকে পিসিবির সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেন উপদেষ্টা।
গতকাল ক্রীড়া উপদেষ্টার প্রেস সেক্রেটারি মাহফুজুল আলম বলেন, “পাকিস্তানে নিরাপত্তা নিশ্চয়তার সাপেক্ষে বিসিবিকে সফরের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া আছে। তবে তারা রাষ্ট্রের কাছে সিদ্ধান্ত জানতে চাইলে মন্ত্রণালয় বিষয়টি দেখবে। বিসিবি থেকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত চাওয়া হয়নি।'
পাকিস্তান সফরের টেনশন মাথায় নিয়ে আজ সকাল ১০টায় আরব আমিরাত রওনা হবেন টি২০ দলের ক্রিকেটাররা। আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুই ম্যাচের সিরিজ খেলবেন তারা। এই সিরিজ চলাকালেই পাকিস্তান সফরের ভবিষ্যৎ জেনে যাবেন লিটনরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন সফর র
এছাড়াও পড়ুন:
পিএসজিকে বিদায় দোন্নারুম্মার, এনরিকে বললেন ‘আমি দায়ী’
পিএসজি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন দোন্নারুম্মা। বুধবার টটেনহামের বিপক্ষে উয়েফা সুপার কাপের জন্য ঘোষিত পিএসজির স্কোয়াডে জায়গা না পাওয়ার পর ইনস্টাগ্রামে তিনি নিজের এ সিদ্ধান্ত জানান।
আবেগঘন এক পোস্টে দোন্নারুম্মা লিখেছেন, ‘প্রথম দিন থেকেই দলে জায়গা পেতে এবং প্যারিসের গোলপোস্ট রক্ষায় মাঠে ও মাঠের বাইরে নিজেকে উজাড় করে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর দলের অংশ হতে পারব না এবং দলের সাফল্যে অবদান রাখতে পারব না। এতে আমি হতাশ ও বেদনাহত।’ এ কারণেই দোন্নারুম্মা পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে পিএসজি কোচ লুইস এনরিক জানান, দোন্নারুম্মাকে দল থেকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্তের জন্য তিনিই শতভাগ দায়ী। তাঁর ভাষায়, ‘দোন্নারুম্মা বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, এতে কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবে তিনি আরও ভালো। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলারদের জীবন এমনই। আমি এ সিদ্ধান্তের জন্য শতভাগ দায়ী। দলে যে প্রোফাইলের গোলরক্ষক প্রয়োজন, সেই চাহিদার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরও পড়ুনচ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দোন্নারুম্মা কি পিএসজি ছাড়ছেন১২ আগস্ট ২০২৫গত শনিবার পিএসজি লিল থেকে গোলরক্ষক লুকাস শেভালিয়েকে কিনেছে। ইএসপিএন জানিয়েছে, ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি ও অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ইউরোর সম্ভাব্য বোনাস মিলিয়ে চুক্তি সম্পন্ন করা হয়েছে। সূত্রগুলো বলছে, শেভালিয়েকে আনা হয়েছে ক্লাবের নতুন নাম্বার ওয়ান গোলকিপার হিসেবে। ফলে পিএসজিও চাচ্ছিল দোন্নারুম্মা যেন অন্য কোথাও নিজের ঠিকানা খুঁজে নেন।
চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান—এই তিন ক্লাব এরই মধ্যে দোন্নারুম্মার এজেন্ট এনজো রাইওলার সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। পিএসজি আশা করছে, এর মধ্যে কোনো একটি দল আনুষ্ঠানিক প্রস্তাব দেবে।
২৬ বছর বয়সী দোন্নারুম্মার সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র এক বছর। তিনি চুক্তি নবায়নের ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। মাসে ৮ লাখ ৫০ হাজার ইউরো বেতন পাওয়া এই ইতালিয়ান গোলরক্ষক আরও বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন। কিন্তু গত দুই বছরে ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস যে নতুন বেতনকাঠামো চালু করেছেন, সে কাঠামো অনুযায়ী দোন্নারুম্মার প্রস্তাব পিএসজি গ্রহণ করেনি।
আরও পড়ুন গোল ঠেকান, শিরোপা জেতান—তবু দোন্নারুম্মা, এদেরসনদের কদর কম কেন০৩ আগস্ট ২০২৫গত মৌসুমে লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত সেভ করে পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে বড় অবদান রেখেছেন দোন্নারুম্মা। তবে এরপরও কোচ লুইস এনরিকে চাইছিলেন এমন এক গোলরক্ষক, যিনি বল পায়ে বেশি স্বচ্ছন্দ ও বল সরবরাহে দক্ষ। এ গুণগুলোই শেভালিয়ের মধ্যে দেখতে পেয়েছেন স্প্যানিশ এই কোচ।
সেরা গোলকিপারের ইয়াশিন ট্রফিও জিতেছিলেন দোন্নারুম্মা।