ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন জনের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ পরিদর্শক তৌফিক হাসান তাদের আদালতে হাজির করে এ  রিমান্ড  আবেদন করেন। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

আসামিরা হলেন- মো.

তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও  সম্রাট মল্লিক (২৮)।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার গ্রিনরোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।

আজ সকালে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা/এম/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সবার নজর টম ক্রুজের হাত ঘড়িতে 

‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির ফটোকলে অংশ নিয়ে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ মাতালেন ৬২ বছর বয়সী অভিনেতা টম ক্রুজ। ছবিটি প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হলেও, তারকা অভিনেতার আগমন যেন ছিল এক আলাদা আকর্ষণ।

উৎসবের টমক্রুজ পরেছিলেন বেগুনি রঙের স্টাইলিশ পোশাক—প্যান্ট ও পলো-পুলওভারের একটি সমন্বয়, যা তাকে আরও তরুণ দেখাচ্ছিল। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর হাতে থাকা বিলাসবহুল রোলেক্সের ঘড়িটি।

ঘড়িটি ছিল ৪০ মিমি মাপের, ‘প্রেসিডেন্ট’ ব্রেসলেট যুক্ত, যার ডায়াল সাদা মুক্তার তৈরি এবং হীরার সূচক বসানো। ঘড়িটির ধাতব কাঠামো (প্লাটিনাম, গ্রে গোল্ড, না হোয়াইট গোল্ড)।

প্রসঙ্গত, রোলেক্স ডে ডেট মডেলটি প্রথম বাজারে আসে ১৯৫৬ সালে । এই অনন্য ঘড়ি এবং ব্যক্তিত্বের সমন্বয়ে টম ক্রুজ প্রমাণ করলেন—স্টাইল ও রুচির দিক থেকেও তিনি এখনো শীর্ষ তারকাদের একজন।

১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আসর চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব, যেখানে বিশ্বের খ্যাতিমান অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটবেন।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

সম্পর্কিত নিবন্ধ