মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ৬৯ জনকে ‘পুশ ইন’ এরপর এবার সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্তে ১৬ জন নারী ও পুরুষকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীামন্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার সকালে ‘পুশ ইনের’ পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। তাদের নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই চলছে। 

আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। বিকেল পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য জানিয়েছেন।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.

জুবায়ের আনোয়ার জানিয়েছেন, যাদের ‘পুশ ইন’ করা হয়েছে তাদের পরিচয় যাচাই-বাচাই চলছে। সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। 

এর আগে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ৬৯ জনকে আটক করে বিজিবি, যাদের বিএসএফ ‘পুশ ইন’ করেছিল। সীমান্ত পরিস্থিতি নিয়ে সোমবার শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন করেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া।

উৎস: Samakal

কীওয়ার্ড: প শইন প শ ইন

এছাড়াও পড়ুন:

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে ‘পুশইন’ বিএসএফের

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে তাদের পুশইন করা হয়। এ সময় বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি।

এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে পুশইন করে বিএসএফ। তবে ৫৯ জনকে আটক করে বিজিবি। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এরপর পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বিএসএফ নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে। এ সময় স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু। 

আটককৃতরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। সীমান্তের ওপারে আরও অনেককে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে।
  
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বুধবার বিকেলে বলেন, ‘আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক।’

এ বিষয়ে বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি।

সম্পর্কিত নিবন্ধ

  • দুই সীমান্তে ৬০ জনকে পুশইন করল বিএসএফ
  • জানুয়ারি থেকে মার্চে রাজনৈতিক সংঘাতে ৬৭ জন নিহত 
  • সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আটক
  • ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
  • কানাইঘাট দিয়ে ১৬ জনকে ঠেলে দিল বিএসএফ
  • বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে ‘পুশইন’ বিএসএফের
  • ভারত থেকে ‘পুশ ইন’ বন্ধে বাংলাদেশের কী করা দরকার
  • ভারতের রোহিঙ্গাদের পুশইন প‌রিক‌ল্পিত: বিজিবি মহাপরিচালক
  • অপারেশন সিঁদুর: আহত আরেক বিএসএফ জওয়ানের মৃত্যু