আগের ম্যাচেও ৩০০ রানের বেশি তাড়া করে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল। ওই ম্যাচে ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতাতে ভূমিকা রেখেছিলেন আকবর আলী। আজ ৩৩২ রান তাড়া করতে নেমে সেই আকবর করেছেন সেঞ্চুরি, তবু দলকে জেতাতে পারেননি। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৫০ ওভারের তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ১০ রানে। আপাতত সিরিজ ১-১ সমতায়।

রাজশাহীতে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৭ চার ও ৬ ছক্কায় ৫৯ বলে ৯৬ রান করেন ডিয়ান ফরেস্টার, দলের হয়ে যেটা সর্বোচ্চ স্কোর। মূলত তাঁর ব্যাটে চড়েই ৩০০ পার হয় দক্ষিণ আফ্রিকা। মারুফ মৃধার বলে বোল্ড হওয়ার আগে ৬৮ বলে ৯১ রান করেন কনর ইস্টারহুইজেন। মারুফ, রিপন মণ্ডল আর মাহফুজুর রাব্বি প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

আরও পড়ুনরেকর্ড ৬ কোটি রুপিতে দিল্লির হয়ে আইপিএল খেলবেন মোস্তাফিজ২ ঘণ্টা আগে

তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান জিসান আলম হাফ সেঞ্চুরি করলেও ৮৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আরিফুল ইসলামকে নিয়ে এরপর দলের হাল ধরেন আকবর আলী। দুজনের ১১১ রানের জুটিটি ভাঙে ৫৯ বলে ৩৫ রান করে আরিফুল ফিরে গেলে।
তবে হাল ছেড়ে দেননি আকবর। লিস্ট ‘এ’ ক্রিকেটে কখনো সেঞ্চুরি না পাওয়া আকবর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৪ চার ও ২ ছক্কায় ১১০ বলে করেন ১৩১ রান।

আরও পড়ুনমোস্তাফিজ কি বাংলাদেশ দলে না খেলে আইপিএলে খেলবেন৪৮ মিনিট আগে

তাঁর বিদায়ের পর বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ভালো খেলতে থাকা চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও ৪১ বলে ৩৭ রান করে আউট হয়ে যান।
৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই ৩২২ রানে অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার আন্দিলে মোকগাকানে নেন ৫ উইকেট।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

এক ওভারে ৩১ রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা

রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখন হাবিবুর রহমানের। কাতারের দোহায় বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টিতে এক ওভারের বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের সেই রেকর্ডটায় অবশ্য আকবর আলীর অবদানই বেশি।

আজ বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসের শেষ ওভারে শেষ ৫ বলেই ছক্কা মেরেছেন আকবর। কিঞ্চিৎ শাহর করা ওভারের প্রথম বলে ১ রান নিয়ে আকবরকে স্ট্রাইক দেন হাবিবুর। সব মিলিয়ে ওঠে এক ওভারে ৩১ রান, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের নতুন রেকর্ড।

আগের রেকর্ডটা ছিল ৩০ রানের। দুবার বাংলাদেশের ব্যাটসম্যানরা ওভারে ৩০ রান করেছেন।

প্রথম ঘটনাটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ায় চতুর্থ ওভারে ৩০ রান তুলেছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার ওশান টমাসের করা ওভারে লিটন ২১ রান ও সৌম্য ৬ রান নেন, ৩ রান আসে অতিরিক্ত থেকে। ওভারের প্রথম ছক্কা মারেন লিটন, দ্বিতীয় বলে কোনো রান হয়নি, তৃতীয় বলে চার মারা লিটন চতুর্থ বলে রান নেননি। নো বল হওয়া পঞ্চম বলে চার মারেন লিটন। পরের বলে ফ্রি হিটে আরেকটি ছক্কা লিটনের। টমাস পরের বলটা করলেন ওয়াইড। পরের বলটা আবার নো, এবার ১ রান লিটনের। ফ্রি হিট শেষ বলটায় ছক্কা মেরে দেন সৌম্য।

আরও পড়ুন১৪ বলে ফিফটি, ৩৫ বলে ১০০, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাবিবুরের৫ ঘণ্টা আগেসর্বশেষ বিপিএলে শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরকে জেতানোর পর নুরুল হাসান

সম্পর্কিত নিবন্ধ

  • পাওনা দিতে পারলে শিল্পটা আজ হারিয়ে যেত না: জয়া
  • এক ওভারে ৩১ রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা