আগের ম্যাচেও ৩০০ রানের বেশি তাড়া করে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল। ওই ম্যাচে ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতাতে ভূমিকা রেখেছিলেন আকবর আলী। আজ ৩৩২ রান তাড়া করতে নেমে সেই আকবর করেছেন সেঞ্চুরি, তবু দলকে জেতাতে পারেননি। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৫০ ওভারের তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ১০ রানে। আপাতত সিরিজ ১-১ সমতায়।

রাজশাহীতে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৭ চার ও ৬ ছক্কায় ৫৯ বলে ৯৬ রান করেন ডিয়ান ফরেস্টার, দলের হয়ে যেটা সর্বোচ্চ স্কোর। মূলত তাঁর ব্যাটে চড়েই ৩০০ পার হয় দক্ষিণ আফ্রিকা। মারুফ মৃধার বলে বোল্ড হওয়ার আগে ৬৮ বলে ৯১ রান করেন কনর ইস্টারহুইজেন। মারুফ, রিপন মণ্ডল আর মাহফুজুর রাব্বি প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

আরও পড়ুনরেকর্ড ৬ কোটি রুপিতে দিল্লির হয়ে আইপিএল খেলবেন মোস্তাফিজ২ ঘণ্টা আগে

তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান জিসান আলম হাফ সেঞ্চুরি করলেও ৮৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আরিফুল ইসলামকে নিয়ে এরপর দলের হাল ধরেন আকবর আলী। দুজনের ১১১ রানের জুটিটি ভাঙে ৫৯ বলে ৩৫ রান করে আরিফুল ফিরে গেলে।
তবে হাল ছেড়ে দেননি আকবর। লিস্ট ‘এ’ ক্রিকেটে কখনো সেঞ্চুরি না পাওয়া আকবর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৪ চার ও ২ ছক্কায় ১১০ বলে করেন ১৩১ রান।

আরও পড়ুনমোস্তাফিজ কি বাংলাদেশ দলে না খেলে আইপিএলে খেলবেন৪৮ মিনিট আগে

তাঁর বিদায়ের পর বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ভালো খেলতে থাকা চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও ৪১ বলে ৩৭ রান করে আউট হয়ে যান।
৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই ৩২২ রানে অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার আন্দিলে মোকগাকানে নেন ৫ উইকেট।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

প্রোটিয়াদের ৩০১ তাড়া করে জিতলেন আকবররা

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং পুরুষ ক্রিকেট দল। প্রোটিয়াদের করা ৩০১ রান দুই বল হাতে থাকতে পাড়ি দিয়েছে মফিজুল ইসলাম-আকবর আলীরা।

সোমবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। প্রোটিয়া ইমার্জিং দলের মিডল অর্ডার ব্যাটার কনর ইস্তারহুইজেনের ৭১ রান ও লোয়ার মিডলের আন্দিলে সিমেলেনের ৬১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান তোলে সফরকারী দল।

এছাড়া ওপেনার মেকা-এল প্রিন্স ৩৫, তিনে নামা জর্জ ফন হের্ডেন ২২ এবং মিডল অর্ডারে ডিয়ান মারিয়াস ৩১ ও তিয়ান ফন ভুরেন ২৬ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে মফিজুল ও জিসান আলম ৫১ রান যোগ করেন। জিসান ২৭ বলে ৩১ রান করে ফিরে যান। তিনে নামা প্রিতম কুমার ১৭ ও চারে নামা আহরার আমিন ৩৬ রান যোগ করেন। ওপেনার মফিজুল দলের পক্ষে ৮৯ বলে সর্বোচ্চ ৮৭ রান করেন। তিনি আটটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন।

লোয়ারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আকবর আলী ও রাকিবুল হাসান ঝড়ো ব্যাটিং করে দলকে জয় এনে দেন। আকবর ২৪ বলে ৪১ রান করে আউট হন। তিনি চারটি চার ও দুটি ছক্কা তোলেন। রাকিবুল ১০ বলে ২৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তিন ছক্কা মারেন এই বাঁ-হাতি স্পিনার। তোয়াফেল আহমেদ ২০ বলে ২৪ রান করেন। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে রিপন মন্ডল ৩টি ও আহরার আমিন ২ উইকেট নেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আকবরের সেঞ্চুরির পরও হারলো বাংলাদেশ
  • প্রোটিয়াদের ৩০১ তাড়া করে জিতলেন আকবররা