শেষ মুহূর্তে রিয়ালের জয়, উৎসবের অপেক্ষা বাড়ল বার্সার
Published: 15th, May 2025 GMT
সান্তিয়াগো বার্নাব্যুতে তাকিয়ে ছিলেন বার্সেলোনার খেলোয়াড় থেকে সমর্থকেরা। ১১ মিনিটে সেন্টারব্যাক মার্তিন ভালিয়েন্তের গোলে মায়োর্কা এগিয়ে যাওয়ার পর নিশ্চয়ই আনন্দে মেতেছিল কাতালান শিবির। ১–০ গোলে পিছিয়ে রিয়াল প্রথমার্ধ শেষ করার পর তাঁরা হয়তো লিগ জয়ের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু বেরসিক রিয়াল মাদ্রিদ তা হতে দেয়নি।
আরও পড়ুনসিঙ্গাপুরের বিপক্ষে খেলতে কবে ঢাকায় আসবেন হামজা১০ ঘণ্টা আগেবিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও যোগ করা সময়ে (৯৫ মিনিট) ২০ বছর বয়সী ডিফেন্ডার ইয়াকোবো রামনের গোলে শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। ফলে লা লিগা শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে বার্সাকে আরেকটু অপেক্ষা করতে হবে।
গতকাল রাতে মায়োর্কার কাছে রিয়াল হারলেই লিগ জয় নিশ্চিত হতো হান্সি ফ্লিকের দলের। কিন্তু ড্র করতে করতে চিরপ্রতিদ্বন্দ্বীরা জয় তুলে নেওয়ায় বার্সার জন্য স্রেফ অপেক্ষাই বাড়ল। সেটাও বেশি দিনের জন্য নয়। আজ রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের মাঠে জিতলেই নিজেদের ২৮তম লিগ জয় নিশ্চিত হবে বার্সার।
গোল পেয়েছেন এমবাপ্পেও.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যৌন নির্যাতনে অভিযুক্ত অভিনেতাকে লাল গালিচায় হাঁটতে দেওয়া হলো না
যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত হওয়ায় ফরাসি অভিনেতা থিও নাভারো-মুসিকে এবারের কান চলচ্চিত্র উৎসব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি পরিচালক ডমিনিক মলের চলচ্চিত্র ‘Dossier 137’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।
উৎসব শুরুর আগেই উৎসবের মহাসচিব থিয়েরি ফ্রেমো চলচ্চিত্রের প্রযোজনা দলের সঙ্গে একমত হয়ে, থিও নাভারো-মুসিকে লাল গালিচায় অংশ নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। যা কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে একটি অভূতপূর্ব পদক্ষেপ।
জানা গেছে, তিনজন সাবেক সঙ্গিনী ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে থিওর বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক ও মানসিক সহিংসতার অভিযোগে মামলা করেছিলেন। দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের এপ্রিল মাসে মামলা প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়।
তবে অভিযোগকারীরা জানিয়েছেন, তাঁরা আবারও মামলা করতে যাচ্ছেন। এইবার আদালতে নিজ উদ্যোগে (পার্টি সিভিল হিসেবে) অভিযোগ আকারে।
অভিনেতার আইনজীবী, মে পুজে-গালিয়ার্দি জানিয়েছেন, আমার মক্কেলকে এই মুহূর্তে আইনি দিক থেকে দোষী সাব্যস্ত করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কোনো চলমান প্রক্রিয়া সম্পর্কে তাঁকে কিছু জানানোও হয়নি।”
কান উৎসব সম্প্রতি একটি নৈতিক সজাগতা নীতি চালু করেছে, যেখানে প্রতিটি চলচ্চিত্রের প্রযোজনা দলকে নিশ্চিত করতে হবে যে চিত্রগ্রহণের সময় নিরাপত্তা, মর্যাদা ও নৈতিকতা বজায় রাখা হয়েছে।
উৎসবের মহাসচিব থিয়েরি বলেন, যেহেতু মামলার ওপর আপিল হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান, তাই আমরা এটিকে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে ধরে নিতে পারি না। যখন বিচার প্রক্রিয়া শেষ হবে, তখন বিষয়টি ভিন্নভাবে দেখা হবে।”
তিনি আরও জানান, আরও একজন চলচ্চিত্র ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং সেই সম্পর্কেও উৎসব কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করছে।