আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া বলেছেন, ‘আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। ছাত্র-জনতা এবং রাজনৈতিক দল রাজপথে নেমে জীবন দিয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদকে দূর করেছি। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত শুরু হয়েছে। এটা কেউ পছন্দ করছে না।’

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরে দলটির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান ভূঁইয়া এ কথা বলেন। নগরের লালদীঘি মাঠে এই জনসভার আয়োজন করা হয়। এতে মজিবুর রহমান রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনাদের এই পরস্পর ঝগড়া, মারামারি জনগণ পছন্দ করছে না। আপনারা কে বেশি অবদান রেখেছেন, এটি নিয়ে ঝগড়া। কে এমপি (সংসদ সদস্য ) হবেন, কে মন্ত্রী হবেন; এটি নিয়েই ঝগড়া। আগে এই রাষ্ট্রটা গঠন করেন। নাগরিকদের সমস্যার সমাধান করেন। ঝগড়া বন্ধ করেন।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন,  ‘যে লোকটার ঘর নাই,  যে মা অসুস্থ, আমার যে বোন চোখে দেখতে পারছে না, আমার যে শিশু স্কুলে যেতে পারছে না, আমার যে রিকশাচালক ভাই তাঁর মেয়েকে বিয়ে দিতে পারছেন না; তাঁর কাছে শেখ মুজিব কী আর জিয়াউর রহমান কী, কোনো পার্থক্য আছে? সে জিয়াউর রহমানও বোঝে না, শেখ মুজিবও বোঝে না। সে ধর্মও বোঝে না। পেটে ভাত না থাকলে ধর্ম পালন করতে ইচ্ছা করে না। সুতরাং আগে মানুষের পেটে ভাত দিতে হবে। সমস্যার সমাধান করতে হবে। হাসপাতালে চিকিৎসার কষ্টে থাকা মানুষের দুর্ভোগ দূর করতে হবে। তারপর আপনারা ঝগড়াঝাঁটি করেন। কার কী অবদান, তা নিয়ে লড়াই করেন।’

বর্তমান সরকারের উদ্দেশে মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব ছিল আপনাদের। আপনারা সে দায়িত্ব পালন করেন নাই। আজ এই সরকার, রাজনৈতিক দল ও ছাত্র-জনতার মধ্যে বিভেদ হলে দেশ মহাসংকটে পড়বে।’

ভারতের প্রসঙ্গ টেনে মজিবুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের পক্ষে আমাদের পার্শ্ববর্তী দেশ সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী ভারত সমর্থন দিয়ে রেখেছে। আমরা শুনছি তারা আমাদের ন্যায্য পানি দেবে না। আমরা শুনছি বন্যার সময় তারা আবার বাঁধ খুলে দিয়ে আমাদের ভাসিয়ে মারার চেষ্টা করছে। আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রটা কোনো বাপের কাছে আমরা বর্গা দেই নাই। এই রাষ্ট্র শেখ পরিবারের কাছে সাফ কবলা দলিল করে লিখে দেওয়া হয় নাই। আগে যেমন দেওয়া হয় নাই, ভবিষ্যতেও কোনো পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না। তাই ভবিষ্যতে যাঁরা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, অতীতের ইতিহাস ভুলে যাবেন না। যদি আপনারাও স্বৈরাচার হন, আপনারাও গুম-খুনের রাজত্ব কায়েম করেন, আপনারাও বাংলাদেশের সম্পদ লুটপাট করে পাচার করেন, আবার ওয়াসিম-মুগ্ধরা নতুন করে বুক পেতে দিয়ে জেগে উঠবে। আবার লড়াই করবে। আবার রক্ত দেব।’

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আপনি রাতে পথেঘাটে চলাফেরা করবেন, আপনার মেয়ের দিকে কেউ যেন খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে; আমরা সেই বাংলাদেশ চাই। কৃষকেরা ন্যায্যমূল্যে ফসল বিক্রি করতে পারবেন, আমরা সেই বাংলাদেশ চাই। কোটি কোটি গরিব মানুষ ন্যায্যমূল্যে যেন জীবন জীবিকা অর্জনের উপায় খুঁজে পায়, আমরা সেই বাংলাদেশ চাই।’

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে পৃথিবীর আধুনিকতম বন্দরের একটি হিসেবে গড়ে তুলতে হবে। বন্দর আধুনিক করার যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই।’

বন্দরে চাঁদাবাজির সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘চট্টগ্রামকে ঘিরে আরও অনেক শিল্প তৈরি করার সুযোগ আছে। বন্দরকে আধুনিক করতে হবে। এখানে শ্রমিক সংগঠন ও শ্রমিকনেতাদের নামে চাঁদাবাজি যে সিন্ডিকেট তৈরি হয়েছে, এগুলো গুঁড়িয়ে দেন। এ ধরনের সংগঠনগুলো হলো লুটপাটের সংগঠন। তারা শ্রমিকের বেনিফিট দেখে না।’

এবি পার্টির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক গোলাম ফারুখের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাসরিন সুলতানা, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ, দলটির বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সম্পাদক মো.

লোকমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিদ্দিকুর রহমান প্রমুখ। এ ছাড়া চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে দলটির সমর্থকেরা জনসভায় অংশ নেন। এর মধ্যে বেশির ভাগই ছিলেন নারী।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জনসভ য় আম দ র দলট র আপন র

এছাড়াও পড়ুন:

আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: আবদুল্লাহ মুহাম্মদ তাহের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন। আবদুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘পত্রিকায় দেখলাম, নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন। সেখানে কী আলোচনা হয়েছে—সংবাদ সম্মেলন করে সরকারকে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে। জীবন দিয়ে, রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ এই দেশ থেকে তাড়িয়েছে। ভারতের আধিপত্যবাদ ও বশ্যতা বাংলার মানুষ আর কখনোই গ্রহণ করবে না। এই অন্তর্বর্তী সরকার যদি ভারতের অন্যায় কোনো আবদারে এবং অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করতে চায়, তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না। জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

অন্তর্বর্তী সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘একটি দল সংস্কার চাচ্ছে না। তারা পুরোনো বস্তাপচা নিয়মে নির্বাচন করতে পাঁয়তারা করছে। অন্তর্বর্তী সরকারও ওই দলের ফাঁদে পা দিয়েছে। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। যদি সংস্কার না হয়, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সে জন্য আমরা গণভোটের কথা বলেছি। সরকার গণভোট দেবে বলেছে, কিন্তু প্যাঁচ লাগিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে। তাদের বুঝতে হবে, এই দুটো নির্বাচন এক জিনিস নয়। কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ, ডাকসু, চাকসু, জাকসু ও রাকসুর নির্বাচনের ফলাফল। জনগণ সংস্কারের পক্ষে। জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয়, তাহলে শতকরা ৮০ ভাগ লোক আমাদের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।’

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান। আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর আমির মাওলানা মু. ইব্রাহীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসাবিষয়ক সম্পাদক আলাউদ্দিন, কুমিল্লা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়রুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • নানা অসিলায় নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে: খন্দকার মোশাররফ হোসেন
  • দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন দলকে জনগণ আর ভোট দেবে না: তাহের
  • দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট দেবে না: আবদুল্লাহ মুহাম্মদ তাহের
  • আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: আবদুল্লাহ মুহাম্মদ তাহের