ব্রাজিল-আর্জেন্টিনা-অস্ট্রেলিয়াসহ যেসব দল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ
Published: 11th, June 2025 GMT
আগামী বছর শুরু হতে যাচ্ছে ফুটবলপ্রেমীদের সবচেয়ে আকাঙ্ক্ষিত টুর্নামেন্ট ‘ফিফা বিশ্বকাপ ২০২৬।’ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বাছাইপর্বের উত্তেজনা। এবারের আসরটি হতে যাচ্ছে ঐতিহাসিক। কারণ, এই প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। যেখানে এতদিন অংশ নিত ৩২টি দল।
বিশ্বকাপের ২৩তম আসরটি মাঠে গড়াবে ২০২৬ সালের ১১ জুন এবং চ্যাম্পিয়ন নির্ধারিত হবে ১৯ জুলাই নিউইয়র্ক সিটির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। এবারের আয়োজন ভাগ করে নিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এই তিনটি দেশ মিলেই আয়োজন করছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব।
বিভিন্ন মহাদেশ থেকে বরাদ্দকৃত স্লটের হিসাবও এবার বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ইউরোপ (উয়েফা) পেয়েছে ১৬টি স্লট, আফ্রিকা (সিএএফফ) ৯টি, এশিয়া (এএফসি) ৮টি, দক্ষিণ আমেরিকা (কনমেবল) এবং উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (কনকাকাফ) পেয়েছে কমপক্ষে ৬টি করে স্লট, ওশেনিয়া (ওএফসি) পেয়েছে প্রথমবারের মতো ১টি নিশ্চিত স্লট। বাকি ২টি স্লট নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।
আরো পড়ুন:
হেরেও পয়েন্ট টেবিলে ভারতের ওপরে বাংলাদেশ
ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল সেনেগাল
তবে ইতোমধ্যে ১৩টি দল ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। অর্থাৎ তারা ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। চলুন দেখে নেওয়া যাক সেই দলগুলোর তালিকা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা (৩টি): স্বাগতিক হিসেবে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত।
আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর (৩টি): দক্ষিণ আমেরিকা বাছাইপর্ব থেকে।
জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, উজবেকিস্তান, জর্ডান, অস্ট্রেলিয়া (৬টি): এশিয়া অঞ্চলের বাছাই থেকে।
নিউ জিল্যান্ড (১টি): ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে।
এখনো অনেক শক্তিশালী দল তাদের জায়গা নিশ্চিত করতে পারেনি। শেষপর্যন্ত কে কে পৌঁছাবে সেই মঞ্চে, সেটাই এখন বিশ্ব ফুটবল অনুসরণকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায়, ২০২৬ বিশ্বকাপ শুধু দলসংখ্যায় বড় নয়, হবে আরও বেশি প্রতিযোগিতামূলক ও উত্তেজনায় ভরপুর।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ ফ ব শ বক প ন শ চ ত কর
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়।
পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল।
ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫)। র্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না।
প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ।
ঢাকা/ইয়াসিন