রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরে এসএসসি পরীক্ষায় ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের তুলনামূলক ফলের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত ফলে দেখা যায়, গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। তার আগের বছরগুলোর মধ্যে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।

এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ও শতকরা হার—দুটিই গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। পাসের দিক থেকে ছাত্রীদের ফল ভালো—৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

রাজশাহী বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুল থেকে অংশগ্রহণকারী সবাই পাস করেছে। কোনো স্কুলেই শূন্য পাসের হার দেখা যায়নি। মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা চলাকালে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, “ফল প্রতিবছরই ভিন্ন হয়। কোন ব্যাচ ভালো করে, কোনটা কিছুটা পিছিয়ে থাকে—এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা চিন্তিত নই। সবাই মিলে বসে বিশ্লেষণ করে দেখব।”

ঢাকা/ কেয়া/ইভা

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প স কর ছ পর ক ষ ত বছর দশম ক বছর র

এছাড়াও পড়ুন:

রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

ইউক্রেনে বুধবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দু’জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় ১৮টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪০০ ড্রোন ব্যবহার করা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ শহর। এই হামলার পর রাশিয়ার ওপর আরও দ্রুত এবং কার্যকর নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার ওপর চাপ এতটাই শক্তিশালী হতে হবে, যাতে তারা তাদের সন্ত্রাসের পরিণতি সত্যিই অনুভব করতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালানো হচ্ছে। অন্য এলাকাগুলোও হামলার বাইরে থাকছে না। এই হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, এটা এমন সময় করা হলো, যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রাশিয়া একতরফা সবকিছু প্রত্যাখ্যান করে চলেছে।

এদিকে ইউক্রেন পুনর্গঠনে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, এ জন্য ‘মার্শাল পরিকল্পনার মতো’ একটি উদ্যোগ প্রয়োজন। আর আমাদের এটি একসঙ্গে গড়ে তোলা উচিত। 

জেলেনস্কি নেতাদের বলেছেন, ‘এটি শুধু দান নয়, বরং একটি বিনিয়োগ। ইউক্রেন পুনর্গঠন করা কেবল আমাদের দেশের বিষয় নয়, এটি আপনাদের দেশ, আপনাদের কোম্পানি, প্রযুক্তি, কর্মসংস্থানের সঙ্গেও জড়িত। আমরা যেভাবে আমাদের দেশকে গড়ে তুলব, সেটি আপনাদের অবকাঠামো ও শিল্প খাতকেও আধুনিক করতে পারে।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের পুনরুদ্ধারে ব্যয় করতে হবে– এ ব্যাপারে ইউরোপের স্পষ্টভাবে একমত হওয়া উচিত। শুধু এই সম্পদগুলোর আয় নয়, বরং এসবের ব্যবহার করতে হবে। বর্তমানে যেভাবে ব্যবহার হচ্ছে, তার চেয়েও অনেক বেশি কার্যকরভাবে, বিশেষ করে জীবন বাঁচাতে সহায়তার জন্য সম্পদগুলো ব্যবহার করা দরকার।’

রুবিও-ল্যাভরভ বৈঠক

কিয়েভে হামলা জোরদারের মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তাদের বৈঠক হওয়ার কথা।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে একটি চুক্তির ব্যর্থ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘আমি পুতিনের ওপর খুশি নই।’ সপ্তাহের শুরুতে একটি কেবিনেট বৈঠকে ট্রাম্প পুতিনকে নিয়ে আরও বলেন, ‘তিনি সব সময় খুব ভালো ব্যবহার করেন, কিন্তু শেষ পর্যন্ত তা কোনো অর্থ বহন করে না।’ সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি ও এনবিসি।


 

সম্পর্কিত নিবন্ধ