প্রকাশিত সংবাদ নিয়ে এসআই আমিনুলের ভিন্নমত
Published: 11th, June 2025 GMT
সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে “আড়াইহাজারে বিএনপি নেতা আজাদের অনুরোধে ওয়ারেন্টভূক্ত ডাকাত সাইফুলকে ছেড়ে দিল পুলিশ” শিরোনামে প্রকাশিত সংবাদটি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
তিনি বলেন, সংবাদটি বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত । আমি সংবাদের উল্লিখিত সময়ে কোনো আসামি গ্রেপ্তার করিনি। ফলে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ জোর করে আসামি ছিনিয়ে নেওয়া কিম্বা অনুরোধের ঘটনা ঘটেনি। আমি এধরনের বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে এ বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির রাজনীতি করি।
আমার সাথে হাজার হাজার বিএনপি প্রেমী মানুষজন আসেন। হাজারো মানুষের ভিড়ে কে ডাকাত তা আমার পক্ষে সনাক্ত করা সম্ভব নয়। এই বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে অনুরোধ করার প্রশ্নই উঠে না।
বিরোধী পক্ষ আমাকে জড়িয়ে একটি ছবি সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে।
এধরনের মিথ্যা, ভিত্তিহীন, হীন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আমার ও জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অপপ্রচারকারীদের সতর্ক করে দিয়ে বলতে চাই ভবিষ্যতে এধরনের মিথ্যা প্রচারণা চালানো হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ
এছাড়াও পড়ুন:
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত
সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
মারা যাওয়া কিশোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপজেলার দদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সব-স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
স্থানীয়দের বরাতে আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, রিয়াদ ও রওনক সকালে মোটরসাইকেল যোগে রাজবাড়ী বাজারে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রবিউল/মাসুদ