ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলায় ৬৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে, ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। তাদের চিকিৎসা চলছে।

এমডিএ’র তথ্য মতে, ৪২ জন সামান্য আঘাত পেয়েছেন। বোমা হামলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ১৮ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছে ৮০ বছরের একজন পুরুষ। এছাড়া ৭০ বছরের দুই নারী রয়েছেন যাদের অবস্থা ‘গুরুতর’।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ব্লগার জিসানের মোটরসাইকেল গাজিপুরে উদ্ধার, গ্রেপ্তার ১ 

রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়ক থেকে আলোচিত ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটসাইকেলটি গাজিপুরে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় লিমন (২০) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর হয়। এরআগে শুক্রবার গভীর  রাতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ’গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম  জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে ইউটিউব ব্লগার  জিসান (১৮) নামীয় ভুক্তভোগী ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে রূপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকায়  তার বন্ধু ফয়সাল (২২) নিজ নিজ মালিকানাধীন মোটরসাইকেল যোগে বেড়ানোর উদ্দেশ্যে আসে। 

পরবর্তীতে রাত ২টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ৩জন দুষ্কৃতিকারী ভিকটিম জিসানের মোটসাইকেলের গতিরোধ করে থামায়। উক্ত অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারীর মধ্যে ২ জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হাতে কোপ মেরে আঙ্গুলে কাটা রক্তাক্ত জখম করে। 

পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে আসামি ইমতিয়াজ লিমন ওরফে রিমন (২০) কে গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত  একটি অস্ত্র উদ্ধার করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ