পাবনায় জব্দকৃত তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আগুনে পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২১ জুন) সকালে পুলিশ লাইনের স্টাফ মেসের সামনের মাঠে রাখা অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।

পুলিশের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি ঘটেছে। ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী চালকরা।

গতকাল শুক্রবার (২০ জুন) অটোরিকশাগুলো আটক করা হয়। 

আরো পড়ুন:

মাদক করাবারির বাড়িতে আগুন দিলেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পুলিশ ও ভুক্তভোগী অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে কিছু সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে জরিমানা ও মামলা দেয় যৌথ বাহিনী। পরে জব্দকৃত অটোরিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়। আজ শনিবার সকালে হঠাৎ তিনটি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে, এর আগেই একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত এবং আরো দুইটি আংশিক পুড়ে যায়।

পাবনা সদর উপজেলার জোত আদম গ্রামের হাফিজুল ইসলাম বিদেশে গিয়ে প্রতারিত হয়ে খুইয়েছেন নিজের সর্বস্ব। দুই মাস আগে জমি বন্ধক রেখে প্রায় ৩ লাখ টাকায় সিএনজিচালিত অটোরিকশা কিনে নিজেই চালাতে শুরু করেন তিনি। তার অভিযোগ, গাড়ি কেনার পর থেকে সড়কে পুলিশি কোনো ঝামেলা দেখেননি তিনি। গতকাল শুক্রবার অন্যদের সঙ্গে তার অটোরিকশা আটক করা হয়। মামলা দেয় ১০ হাজার টাকার। এরপর নিজে চালিয়ে কোনোরকম ত্রুটিহীন অটোরিকটি পুলিশ লাইনের মাঠে রেখে যান বলে দাবি করেন তিনি।

হাফিজুল ইসলাম বলেন, ‍“আমি নিজে গাড়ি পুলিশ লাইনের ভেতরে রেখে গেছি। পুলিশ চাবি নিয়ে মামলার টোকেন ধরিয়ে দিল। টাকা নাই, বাধ্য হয়ে চাচার থেকে ধার করে ১০ হাজার টাকা নিয়ে মামলা ভাঙিয়ে আসার পর পুলিশ বলছে, একাই আগুন লেগে গাড়ি পুড়ে গেছে। গিয়ে দেখি গাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। শুধুমাত্র সামনের গ্লাসটা আছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি। এর মধ্যে পুলিশি হেফাজতে কিভাবে গাড়িতে আগুন লাগল? তিন লাখ টাকার ক্ষতিপূরণ এখন কে দেবে? হয় অক্ষত অবস্থায় আমার গাড়ি ফিরিয়ে দিক, না হয় দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। তাছাড়া আমি কিভাবে সংসার চালাব।”

চাটমোহরের চালক কবির হোসেন বলেন, “আমার অটোরিকশা অর্ধেক পুড়ে গেছে। এই পোড়া গাড়ি ঠিক করাতে অনেক টাকা লাগবে। এই টাকা কোথায় পাব? আমি আমাদের গাড়ির ক্ষতিপূরণ চাই।”

আটঘরিয়ার অটোরিকশা চালক মোস্তফা কামাল বলেন, “হঠাৎ সকালে শুনি গাড়িতে আগুন লেগেছে। ছুটে এসে জানলাম, আমার গাড়ির পেছনের তিনটা গাড়িতে আগুন লেগেছে। অল্পের জন্য আমারটা বেঁচে গেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়- পুলিশের কাছে আমাদের গাড়ি নিরাপদ কি না।”

এ বিষয়ে জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল বলেন, “বিষয়টি পুরোপুরি জানি না। শুনেছি, একটি অটোরিকশায় হঠাৎ আগুন লাগে। সেই আগুনে দুইপাশে থাকা দুইটি অটোরিকশার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।”

আগুন লাগা প্রসঙ্গে তিনি বলেন, “অটোরিকশার সিলিন্ডার লিকেজ হয়ে এমনটি ঘটতে পারে। সেটির দায় তো পুলিশ নেবে না। তাছাড়া পুরো পুলিশ লাইন এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত। ঠিক কিভাবে আগুন ধরলো সেটি খতিয়ে দেখা হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন অভ য গ প ল শ ল ইন আগ ন ল গ

এছাড়াও পড়ুন:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগে ডিন নিয়োগে বিজ্ঞপ্তি

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব লাইফ সায়েন্সেস’–এর ডিন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি নতুন এই বিভাগ চালু করতে যাচ্ছে। আবেদন করতে প্রয়োজন হবে ১২ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নাম ও বিবরণ

* ডিন, স্কুল অব লাইফ সায়েন্সেস

যোগ্যতা ও অভিজ্ঞতা: লাইফ সায়েন্সেস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ১২ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে পাঁচ বছর অ্যাসোসিয়েট ডিন, ডিন বা সমমানের পদে থাকতে হবে। একাডেমিক, গবেষণা, শিল্প খাত ও নীতিনির্ধারকদের সঙ্গে মজবুত নেটওয়ার্ক তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে মূল্য সৃষ্টির কৌশলগত ধারণা থাকতে হবে।

আরও পড়ুনপাঁচ বছর ধরে কেন আটকে আছে মাউশির ৬১০ পদে নিয়োগ৭ ঘণ্টা আগে

দায়িত্ব ও কর্তব্য: স্বাস্থ্য, পরিবেশ ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা, বিশেষ করে গ্লোবাল সাউথকে কেন্দ্র করে। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান, শিল্প খাত ও নীতিনির্ধারকদের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা।

আবেদনপ্রক্রিয়া

প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথি জমা দিতে হবে-

১. কভার লেটার

২. জীবনবৃত্তান্ত

৩. তিনজন রেফারেন্সের তথ্য

আরও পড়ুনপ্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল ২২ ঘণ্টা আগে

আবেদন পাঠাতে হবে ([email protected]) ই–মেইলে অথবা ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে: career.bracu.ac.bd।

বিষয় হিসেবে উল্লেখ করতে হবে: Dean, School of Life Sciences

আবেদনের শেষ তারিখ

৭ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ