বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ঢাকা থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
Published: 21st, June 2025 GMT
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার আগে জাকির হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মামলা আছে। রাজধানীর ভাটারা থানা-পুলিশের হেফাজত থেকে তাঁকে বগুড়ায় আনতে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে শাজাহানপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমানের ক্যাডার মো.
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিশাদের বিরুদ্ধে বগুড়া ও গাইবান্ধায় অস্ত্র, বিস্ফোরক, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি আইন, হামলা-ভাঙচুর, নাশকতাসহ আটটি মামলা আদালতে বিচারাধীন ও পুলিশের তদন্তাধীন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
ক্রিকেট খেলতে যাওয়ার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নীলফামারীতে ক্রিকেট খেলতে যাওয়ার পথে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুজন। আজ শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাশেদ পারভেজ (২৪)। তিনি জেলা শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানির প্যাকেজিং শাখার কর্মী ছিলেন। আহত মো. খোকা ইসলাম (২৩) জেলা সদরের সোনারায় ইউনিয়নের কাজীরহাট গ্রামের বাসিন্দা। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মোরছালিন ইসলাম (২৩) নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলে তিন বন্ধু ক্রিকেট খেলার উদ্দেশ্যে নীলফামারী শহর থেকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বাবুরহাট যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন দিক থেকে আসা নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাশেদ পারভেজ ও খোকা ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে রাশেদ পারভেজের মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, দুর্ঘনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। বাসটি শনাক্তে কাজ চলছে।