প্রশাসনের আশ্বাসে কর্মসূচি আংশিক শিথিল, তবে ক্লাস-পরীক্ষা বর্জন
Published: 25th, June 2025 GMT
টানা তিন দিন আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আংশিক প্রত্যাহার করেছেন রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আন্দোলনের চতুর্থ দিনে আজ বুধবার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী ৩৭ দফা বাস্তবায়নের দাবিতে তাঁরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে বেলা ১১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ ফয়সাল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন ৭২ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন৩৭ দফা দাবিতে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ, ২৪ ঘণ্টার আলটিমেটাম২২ জুন ২০২৫আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা কলেজের সার্বিক বিষয় ও এইচএসসি পরীক্ষাকেন্দ্র বিবেচনা করে কর্মসূচি কিছুটা শিথিলতার দিকে যাচ্ছি। এ সময় এইচএসসি পরীক্ষা, অনার্স ও মাস্টার্সের ভর্তি কার্যক্রম চলমান থাকবে। তবে কর্মসূচি এখানেই সমাপ্ত নয়, যদি আমাদের সঙ্গে কোনোভাবে টালবাহানা করা হয় এবং দাবি পূরণের ক্ষেত্রে কোনো ধরনের সময়ক্ষেপণ করা হয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে রংপুরকে অচল করে দেওয়া হবে।’
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—কলেজের সব খাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি, নতুন একাডেমিক ভবন নির্মাণ, মানসম্মত অডিটরিয়াম নির্মাণে পূর্ণ বরাদ্দ নিশ্চিত, কলেজের দখলকৃত জমি উদ্ধার এবং কলেজ চত্বরে অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তা প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনমূলক গেট নির্মাণ, কলেজের জমি অন্য কোথাও না দেওয়ার লিখিত নিশ্চয়তা, হলসংখ্যা বৃদ্ধি এবং পুরোনো হলগুলোর সংস্কার, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অন্তত ছয়টি বাস সরবরাহ, প্রতিটি শ্রেণিকক্ষ স্মার্ট ক্লাসরুমে রূপান্তর, কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, বিজ্ঞান বিভাগের জন্য আধুনিক ল্যাবরেটরি ও উন্নত সরঞ্জাম প্রদান।
এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যেটুকু চান, তার বিন্দুমাত্র চাওয়া আমাদের কম নয়। দাবি পূরণের জন্য শিক্ষার্থীরা একটি টাইমলাইন দিয়েছেন, সেই কাগজ লিখিতভাবে আমি শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করেছি। কলেজের শিক্ষার্থীরা যেসব দাবি তুলেছেন, সেগুলো পূরণ করা হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল শিক্ষা উপদেষ্টার কারমাইকেল কলেজে উপস্থিতি। আজ সকালে পরীক্ষা সচিবের মাধ্যমে উপদেষ্টার বার্তা পাওয়া গেছে। কলেজের অধ্যক্ষ ও পাঁচ ছাত্রপ্রতিনিধির সঙ্গে বসে তাঁদের দাবিদাওয়া ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন উপদেষ্টা।
জেলা প্রশাসক আরও বলেন, ৩০ জুনের মধ্যে দখলদারেরা সরে না গেলে ১ জুলাই তাঁদের উচ্ছেদ করা হবে। কলেজের অভ্যন্তরে যেসব রাস্তা আছে সেগুলো সিটি করপোরেশন অথবা শিক্ষাকৌশল বিভাগ থেকে নির্মাণ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।