টানা তিন দিন আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আংশিক প্রত্যাহার করেছেন রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আন্দোলনের চতুর্থ দিনে আজ বুধবার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী ৩৭ দফা বাস্তবায়নের দাবিতে তাঁরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে বেলা ১১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ ফয়সাল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন ৭২ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন৩৭ দফা দাবিতে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ, ২৪ ঘণ্টার আলটিমেটাম২২ জুন ২০২৫

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা কলেজের সার্বিক বিষয় ও এইচএসসি পরীক্ষাকেন্দ্র বিবেচনা করে কর্মসূচি কিছুটা শিথিলতার দিকে যাচ্ছি। এ সময় এইচএসসি পরীক্ষা, অনার্স ও মাস্টার্সের ভর্তি কার্যক্রম চলমান থাকবে। তবে কর্মসূচি এখানেই সমাপ্ত নয়, যদি আমাদের সঙ্গে কোনোভাবে টালবাহানা করা হয় এবং দাবি পূরণের ক্ষেত্রে কোনো ধরনের সময়ক্ষেপণ করা হয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে রংপুরকে অচল করে দেওয়া হবে।’

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—কলেজের সব খাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি, নতুন একাডেমিক ভবন নির্মাণ, মানসম্মত অডিটরিয়াম নির্মাণে পূর্ণ বরাদ্দ নিশ্চিত, কলেজের দখলকৃত জমি উদ্ধার এবং কলেজ চত্বরে অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তা প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনমূলক গেট নির্মাণ, কলেজের জমি অন্য কোথাও না দেওয়ার লিখিত নিশ্চয়তা, হলসংখ্যা বৃদ্ধি এবং পুরোনো হলগুলোর সংস্কার, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অন্তত ছয়টি বাস সরবরাহ, প্রতিটি শ্রেণিকক্ষ স্মার্ট ক্লাসরুমে রূপান্তর, কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, বিজ্ঞান বিভাগের জন্য আধুনিক ল্যাবরেটরি ও উন্নত সরঞ্জাম প্রদান।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যেটুকু চান, তার বিন্দুমাত্র চাওয়া আমাদের কম নয়। দাবি পূরণের জন্য শিক্ষার্থীরা একটি টাইমলাইন দিয়েছেন, সেই কাগজ লিখিতভাবে আমি শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করেছি। কলেজের শিক্ষার্থীরা যেসব দাবি তুলেছেন, সেগুলো পূরণ করা হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল শিক্ষা উপদেষ্টার কারমাইকেল কলেজে উপস্থিতি। আজ সকালে পরীক্ষা সচিবের মাধ্যমে উপদেষ্টার বার্তা পাওয়া গেছে। কলেজের অধ্যক্ষ ও পাঁচ ছাত্রপ্রতিনিধির সঙ্গে বসে তাঁদের দাবিদাওয়া ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন উপদেষ্টা।

জেলা প্রশাসক আরও বলেন, ৩০ জুনের মধ্যে দখলদারেরা সরে না গেলে ১ জুলাই তাঁদের উচ্ছেদ করা হবে। কলেজের অভ্যন্তরে যেসব রাস্তা আছে সেগুলো সিটি করপোরেশন অথবা শিক্ষাকৌশল বিভাগ থেকে নির্মাণ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কল জ র পর ক ষ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক এবং মনোবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও বিবরণ

১। সহকারী অধ্যাপক

বিভাগ: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। অনার্সে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান প্রার্থী না থাকলে ইইই/পদার্থবিজ্ঞান প্রার্থী বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে।

বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।

২। সহকারী অধ্যাপক

বিভাগ: মার্কেটিং

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিবিএ ও এমবিএ–তে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।

আরও পড়ুনজাহাঙ্গীরনগরের সামিয়া ইসলাম চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন অক্সফোর্ডকেই বেছে নিলেন৯ ঘণ্টা আগে

৩। প্রভাষক

বিভাগ: মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান

পদসংখ্যা: ০৩ (বিষয়: মার্কেটিং–২, গণিত/পরিসংখ্যান–১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মার্কেটিং/গণিত/পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি এবং গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও ভাতা: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ২ ঘণ্টা আগে

আবেদনের নিয়ম

প্রত্যেক পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর জমা দিতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

৭৫০ টাকা।

আবেদনের শেষ সময়

তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ: ২১ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান বিভাগ: ১৯ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি