রাজনীতি কাকে বলে, সবাইকে দেখিয়ে দেব: সেলিম প্রধান
Published: 25th, June 2025 GMT
বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেছেন, “আমাকে কারাগারে নির্যাতন করা হয়েছে। সাবেক সেনাপ্রধানের দুই ভাই জোসেফ ও হারিছ আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি। আমি চাই, বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। এজন্য রাজনীতিতে এসেছি। এই দেশের রাজনীতির চিত্র বদলে দেব। রাজনীতি কাকে বলে, সবাইকে দেখিয়ে দেব।”
বুধবার (২৫ জুন) কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সেলিম প্রধান বলেন, “রাজনীতি কোনো ব্যবসা না। বাংলাদেশের মানুষজন এখন বোকা নেই। রিকশাওয়ালা থেকে শুরু করে সবার হাতে এখন স্মার্টফোন আছে। দেশটা কারোর বাপের না। কোনো চাঁন্দাবাজি, ধান্দাবাজি চলবে না। জুলাই মাস থেকে দেখতে পারবেন, দেশের রাজনীতির চিত্র।”
বিআরপির প্রধান উপদেষ্টা বলেন, “আমার কিন্তু অনেক ক্ষমতা আছে। তবে, কখনো এই ক্ষমতা ব্যবহার করি না। আমার একটাই কথা, আমাদের দেশে জাস্টিস থাকবে না কেন? সত্যিকার জাস্টিস আমি দেখাব৷ আমি কোনো পাওয়ার খাটাব না।”
তিনি বলেন, “পৃথিবীতে যদি কোনো ব্যক্তি পারে, আমার সামনে এসে বলুক, একটা অপরাধ করেছি৷ প্রমাণ করে দেখাক, আমি একটা অবৈধ আয় করেছি। আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ দিলাম।”
গত ২০ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ রিপাবলিক পার্টি। দলের প্রধান উপদেষ্টা করা হয় সেলিম প্রধানকে।
ঢাকা/এম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী