রাজনীতি কাকে বলে, সবাইকে দেখিয়ে দেব: সেলিম প্রধান
Published: 25th, June 2025 GMT
বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেছেন, “আমাকে কারাগারে নির্যাতন করা হয়েছে। সাবেক সেনাপ্রধানের দুই ভাই জোসেফ ও হারিছ আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি। আমি চাই, বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। এজন্য রাজনীতিতে এসেছি। এই দেশের রাজনীতির চিত্র বদলে দেব। রাজনীতি কাকে বলে, সবাইকে দেখিয়ে দেব।”
বুধবার (২৫ জুন) কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সেলিম প্রধান বলেন, “রাজনীতি কোনো ব্যবসা না। বাংলাদেশের মানুষজন এখন বোকা নেই। রিকশাওয়ালা থেকে শুরু করে সবার হাতে এখন স্মার্টফোন আছে। দেশটা কারোর বাপের না। কোনো চাঁন্দাবাজি, ধান্দাবাজি চলবে না। জুলাই মাস থেকে দেখতে পারবেন, দেশের রাজনীতির চিত্র।”
বিআরপির প্রধান উপদেষ্টা বলেন, “আমার কিন্তু অনেক ক্ষমতা আছে। তবে, কখনো এই ক্ষমতা ব্যবহার করি না। আমার একটাই কথা, আমাদের দেশে জাস্টিস থাকবে না কেন? সত্যিকার জাস্টিস আমি দেখাব৷ আমি কোনো পাওয়ার খাটাব না।”
তিনি বলেন, “পৃথিবীতে যদি কোনো ব্যক্তি পারে, আমার সামনে এসে বলুক, একটা অপরাধ করেছি৷ প্রমাণ করে দেখাক, আমি একটা অবৈধ আয় করেছি। আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ দিলাম।”
গত ২০ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ রিপাবলিক পার্টি। দলের প্রধান উপদেষ্টা করা হয় সেলিম প্রধানকে।
ঢাকা/এম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেমন চলছে লেভা–ভিনি–কেইনদের নতুন মৌসুমের প্রস্তুতি
ইনস্টাগ্রাম