শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানার মালিকদের যদি অর্থের হিসাব নেয়া হয়, তাহলে তাদের ব্যাংক হিসাবে অন্তত দুইশত থেকে তিনশত টাকা পাওয়া যাবে। অথচ তারা কারখানা চালাতে পারছেন না। টাকা নিয়ে বেশিরভাগ মালিক বিদেশে চলে গেছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ জুন) দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সামরিক বাহিনীর এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘‘যে সমস্ত কারখানা বন্ধ হয়েছে, সেগুলো বন্ধ হওয়ার মতোই ছিল। মালিকেরা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছেন কিন্তু শ্রমিকদের বেতন দেননি। এ সকল কারখানার মালিকদের ব্যাংকে অন্তত দুইশত থেকে তিনশত কোটি টাকা পাওয়া যাবে।’’

আরো পড়ুন:

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সড়কে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ 

তিনি আরো বলেন, ‘‘মালিকেরা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কিন্তু টাকা ফেরত দেননি। অথচ তারা কারখানা চালাতে পারছেন না। টাকা নিয়ে বেশিরভাগ মালিক বিদেশে চলে গেছেন।’’ 

উপদেষ্টা আরো বলেন, ‘‘একটা কোম্পানি পেলাম না, যারা তিনশত কোটি টাকার কম ঋণ খেলাপি আছে। তারপরও ব্যাংক তাদের টাকা দিয়েছে। পলিটিক্স কালেকশনে ব্যবসা করলে এ রকম হবে।’’ 

রপ্তানি বৃদ্ধি ও শ্রমিকদের চাকরি নিয়ে শ্রম উপদেষ্টা বলেন, ‘‘সব পোশাক কারখানা বন্ধ হলে তো ১৭ শতাংশ রপ্তানি বৃদ্ধি হতো না। এখন চিটাগাং বন্দর কুলাতে পারছে না।’’ 

উপদেষ্টা আরো বলেন, ‘‘যে কারখানাগুলো বন্ধ হয়েছে, সেগুলো সাব-কন্ট্রাকে কাজ করাত শ্রমিকদের দিয়ে। তাই খুব জটিলতা নেই। তবে বেকারত্ব বেড়েছে। তবে অনেকে আবার নতুন করে অন্য কারখানায় কাজে যোগ দিয়েছেন।’’ 

বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানা বন্ধ হয়ে বেকার শ্রমিকেরা চিটাগাংসহ অন্য জায়গায় কাজে যোগ দিয়েছেন বলে জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে সাময়িক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/আরিফুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

মাসুদুজ্জামানের র‌্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের অংশগ্রহণ 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে  ‎নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র‌্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে। 

‎শুক্রবার (১৪নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র‌্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র‌্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ‎এ সময়ে সদর থানা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে র‌্যালিকে করে তোলে। 

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা আব্দুল হালিম, রিপন, রেজাউল করিম রেজা, জাহিদ খন্দকার, শেখ মাগফুর ইসলাম পাপন, আরিফুল ইসলাম নয়ন, মানিক বেপারী, নাসার হক ইমন, সাদ্দাম হোসেন রনি, হোসাইন, তানভীর, মনির, নিরব, জামাল, সজীব, মিঠুন, আবু সালে তুহিন, লিটন, মিন্টু, জনি, হৃদয়, রিপন, রবিউল, আলামিন, জুয়েল, সুমন, সজিব, মোতালেব, ইফতি, সাজ্জাদ, সোহান, অপু, মন্টু, রাখাল, শৈবাল, আরাফাত, সিহাব, মানিক, খোরশেদ, আলীরটেক ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফ সরদার, সদস্য সচিব ইব্রাহিম সুলতান, হৃদয়, সাদ্দাম, শহিদুল, মনির, গোগনগর ইউনিয়ন যুবদল নেতা রাসেল আহমেদ মন্টু, আহমেদ আলী, দেওয়ান শ্যামল, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, মেহেদী প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
  • মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
  • মাসুদুজ্জামানের র‌্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের অংশগ্রহণ