‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব ব্র্যান্ড ঢেউ’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাফেল ড্রর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এতে প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় আই ফোন সিক্সটিন প্রো ম্যাক্স। পুরস্কারটি জিতেন মাসুদ রানা নামে একজন ক্রেতা।
মঙ্গলবার সারা’র মোহাম্মদপুর আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে ‘গিভ অ্যাওয়ে’র মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
র্যাফেল ড্রতে দ্বিতীয় পুরস্কার হিসেবে গেম প্লেয়ার ‘প্লে স্টেশন ফাইভ’ পেয়েছেন ফারজানা আক্তার মাহি। আর তৃতীয় পুরস্কার হিসেবে অ্যাপল ওয়াচ সিরিজ-১০ পেয়েছেন রুবাইয়াত রুবা।
‘ঢেউ’ এর লাইভ অনুষ্ঠানটিতে জানানো হয়, চলতি বছরের ৯ মার্চ ঢেউ’র দ্বিতীয় জন্মবার্ষিকী থেকে গেল ঈদ উল আযহা পর্যন্ত টার্মস এ্যান্ড কন্ডিশন ছাড়া ঢেউ’র যেকোন পণ্য কিনলে একটি কুপন সরবরাহ করা হয়। সেই কুপনে ক্রেতার নাম ও মোবাইল নম্বর লিখে জমা দিয়েছেন ক্রেতারা। গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সারা লাইফস্টাইলের এই ওয়েস্টার্ন সাব ব্র্যান্ড ‘ঢেউ’।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ
ঝালকাঠির মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ বিক্ষোভ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে মোটরসাইকেল করে চলে যান তারা।
আরো পড়ুন:
আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ফের ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ
বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ৯টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীকে ভৈরবপাশা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে, ঝালকাঠিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
ঝালকাঠি আদালত চত্ত্বর, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়সহ শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল টিম রাত থেকেই তৎপরতা অব্যাহত রেখেছে। জুলাই স্মৃতিস্তম্ভে রাতে বিশেষ পাহারার ব্যবস্থা করে পুলিশ।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, ঝালকাঠিতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে।
ঢাকা/অলোক/রফিক