মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে চার জন পুরুষ ও দুই জন নারী। তাদের বাড়ি সাতক্ষীরা ও চট্টগ্রাম জেলায়।

শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপির অধীনে দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ১৯১৫ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলই চা বাগানের ভেতর এলোপাতাড়িভাবে ঘোরাঘুরি করছিলেন তারা। এ সময় দলই ক্যাম্পের কমান্ডার নায়েক প্রদীপ্ত চাকমার নেতৃত্বাধীন মোট পাঁচ সদস্যের টহল দল তাদের আটক করে। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে আটককৃতরা হচ্ছেন মো.

ইয়াছিন উদ্দিন (২৫), হরিমন ত্রিপুরা (৩৬), মো. ইব্রাহিম (৩৮), জানে আলম (৪৫), ঝর্ণা খাতুন (৪৫) ও লিপি বেগম (৪৩)। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে কমলগঞ্জ থানায় হস্তান্তর করবে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বিজিবি কর্তৃক ৬ জনকে থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় নিশ্চিত করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: প শইন কমলগঞ জ

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন বলে তার পরিবার অভিযোগ করেছে।

ওই ব্যক্তির নাম বদরউদ্দীন (৩০)। তিনি জেলার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল করিমের ছেলে।

আরো পড়ুন:

পাহাড় থেকে পা পিছলে পড়ল শিশুটি, বিজিবির সহায়তায় জীবনরক্ষা 

দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক: বিজিবির মহাপরিচালক

বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদরউদ্দীন মানব পাচারে জড়িত। বুধবার সীমান্ত দিয়ে অবৈধভাবে পাঁচ থেকে ছয় জনকে ভারতে পাচার করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে বদরউদ্দীনের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়। তবে, ধরা পড়েন তিনি। পরে বিএসএফ সদস্যরা তাকে নোনাগঞ্জ ক্যাম্পে ধরে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘‘বিএসএফ সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিজিবি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘‘বিএসএফ এক জনকে ধরে নিয়ে গেছে বলে লোকমুখে শুনেছি।’’

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘‘অসমর্থিত সূত্রে জানতে পেরেছি, বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর, সবাই কয়রার বাসিন্দা
  • সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো মৃত বাবার মুখ দেখলেন মেয়ে
  • জীবননগর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ