মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে চার জন পুরুষ ও দুই জন নারী। তাদের বাড়ি সাতক্ষীরা ও চট্টগ্রাম জেলায়।

শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপির অধীনে দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ১৯১৫ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলই চা বাগানের ভেতর এলোপাতাড়িভাবে ঘোরাঘুরি করছিলেন তারা। এ সময় দলই ক্যাম্পের কমান্ডার নায়েক প্রদীপ্ত চাকমার নেতৃত্বাধীন মোট পাঁচ সদস্যের টহল দল তাদের আটক করে। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে আটককৃতরা হচ্ছেন মো.

ইয়াছিন উদ্দিন (২৫), হরিমন ত্রিপুরা (৩৬), মো. ইব্রাহিম (৩৮), জানে আলম (৪৫), ঝর্ণা খাতুন (৪৫) ও লিপি বেগম (৪৩)। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে কমলগঞ্জ থানায় হস্তান্তর করবে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বিজিবি কর্তৃক ৬ জনকে থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় নিশ্চিত করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: প শইন কমলগঞ জ

এছাড়াও পড়ুন:

সিলেটে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামা‌বিল স্থলবন্দর দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত প‌ঠিয়েছে ভারত। তাঁরা বি‌ভিন্ন সময় অবৈধভাবে অনুপ্রবেশের পর সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর কাছে আটক হয়ে‌ বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তামাবিল স্থলবন্দরে বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পু‌লিশের উপ‌স্থি‌তিতে ওই ২২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরত আসা ২২ বাংলাদেশি বিভিন্ন সময় ভারতে অনুপ্রবেশ করে‌ছিলেন। পরে তাঁদের বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে। তাঁরা ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগারে বি‌ভিন্ন মেয়াদে কারাভোগ করেন। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করে। তাঁরা সিলেট, নেত্রকোনা, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, যশোর ও জামালপুরের বাসিন্দা।

সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) শামীম মিয়া জানান, ওই ২২ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সীমান্ত হত্যা, পুশ ইন, চোরাচালান ও সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা হবে
  • ঢাকার পিলখানায় শুরু হ‌চ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
  • বন্দরে বিভিন্ন অপরাধে ২ নারীসহ আটক ৮  
  • মৌলভীবাজারে ছাত্রদল নেতাকে গলাকেটে হত্যা
  • লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক ৩ 
  • সিলেটে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
  • মৌলভীবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৮ জনকে ঠেলে দিল বিএসএফ
  • তামাবিল দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
  • পঞ্চগড় সীমান্তে বেড়াতে গিয়ে ভারতে প্রবেশ, আটক দুজনকে ফেরত পাঠাল বিএসএফ
  • সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশীকে হস্তান্তর