সংগীতশিল্পী থেকে নিউইয়র্কের সম্ভাব্য মেয়র প্রার্থী জোহরান মামদানি
Published: 26th, June 2025 GMT
কীভাবে একটি শহরকে নিম্ন আয়ের মানুষের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলা যায়? এ প্রশ্নের উত্তর জানতে হলে এই মুহূর্তে শুনতে হবে জোহরান মামদানির কথা। তিনি আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটির নির্বাচনে মেয়র পদে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী।
মামদানি বলছেন, সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের মুদি দোকান খোলা। স্বল্প আয়ের মানুষের জন্য নতুন দুই লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ। বাসা ভাড়া আগামী চার বছর বাড়ানো নিষিদ্ধ করা। বিনাখরচে শিশু দিবাযত্নের ব্যবস্থা করা। বিনাভাড়ার সরকারি বাস চালু করা।
মনে রাখতে হবে, মামদানির বয়স ৩৩। অশ্বেতাঙ্গ। তার ওপর মুসলিম। প্রথাগত রাজনীতিবিদ নন। ছিলেন সংগীতশিল্পী। তিনি যে বাসায় থাকেন এর মাসিক ভাড়া ২ হাজার ২৫০ ডলার। তার কোনো গাড়ি নেই। যাবতীয় সম্পদের মূল্য ২ লাখ ডলার। তার এই সম্ভাব্য মনোনয়নে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে সাড়া ফেলেছে।
মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। সাত বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে নিউইয়র্কে আসেন। তার মা ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। বাবা উগান্ডান পণ্ডিত, বর্তমানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
ট্রাম্প ও মামদানি পাল্টাপাল্টি খোঁচা
মামদানির বক্তব্য এরই মধ্যে ভোটারদের মনোযোগ কেড়েছে। প্রচারণার কৌশলও ছিল চোখে পড়ার মতো। তিনি বাসা ভাড়ার বিষয় তুলে ধরতে আটলান্টিক সাগরে ডুব দিয়েছেন। খাদ্য নিরাপত্তাহীনতাকে তুলে ধরার জন্য একটি বারিতো (মেক্সিক্যান খাবার) দিয়ে পাতাল রেলে সাবওয়েতে রমজানের ইফতার করে রোজা ভাঙেন। ভোটের আগের দিন পুরো ম্যানহাটন হেঁটেছেন এবং ভোটারদের সঙ্গে সেলফি তুলেছেন।
এ সব নিয়ে বিতর্কও কম হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খোঁচা মারতে ছাড়েনি। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘জোহরান মামদানি শতভাগ কমিউনিস্ট পাগল। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে এখন মেয়র হওয়ার পথে। আগেও কিছু উগ্র বামপন্থি দেখেছি। কিন্তু এবার ব্যাপারটা হাস্যকর হয়ে গেছে। তার চেহারা বিশ্রী, কণ্ঠস্বর বিরক্তিকর, আর বুদ্ধিও কম।’
এদিকে মামদানিও ছেড়ে কথা বলেননি। তিনি ঘোষণা করেছেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী।’ এটা স্পষ্ট যে অভিবাসী ও সরকারি ব্যয় সাশ্রয়ের নীতিতে ট্রাম্প অবিচল, এর বিপরীত মেরুতে মামদানি।
বাংলাদেশি নারীদের ধন্যবাদ
নিউইয়র্ক সিটির ৩৯ নম্বর কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ৩০ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গ পেয়েছেন ১১ হাজার ৪৬৭ ভোট।
এই বিষয়টি মাথায় রেখে মামদানি এবং শাহানা যৌথভাবে বাংলায় একটি ভিডিও বার্তা প্রচার করেছেন। মঙ্গলবার মধ্যরাতের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে সামদানি তার হয়ে ঘরে ঘরে গিয়ে প্রচারণায় অংশ নেওয়া ‘বাংলাদেশি আন্টিদেরও ধন্যবাদ’ দেন।
এ বিষয়ে নিউইয়র্ক প্রবাসী আতাউর রহমান সমকালকে বলেন, জোহরান সামদানি মুসলিম এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রী। তিনি নির্বাচনে জিতলে তা হবে বিশাল অর্জন। তিনি ফিলিস্তিন সমর্থক। সামাজিক ন্যায়বিচারের একনিষ্ঠ কর্মী।
মামদানির চমক
নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার কাছাকাছি চলে এসেছেন জোহরান মামদানি। পঁচানব্বই শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে মামদানি ৪৩ শতাংশ ভোট পেয়েছেন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ৩৬ শতাংশ ভোট পেয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবারে মামদানির এই জয় নিউইয়র্ক এবং জাতীয় পর্যায়ে প্রগতিশীল ও তরুণ ডেমোক্র্যাটদের জন্য বড় অর্জন। এটা ডেমোক্র্যাটিক পার্টিকে প্রগতিশীল পথে এগিয়ে নিয়ে যাওয়ার এবং নেতৃত্বে নতুন প্রজন্মের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
প্রভাবশালী ডেমোক্র্যাটদের জন্য বড় ধাক্কা
মামদানির এই জয় প্রভাবশালী ডেমোক্র্যাটদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, রাজনীতিবিদ জিম ক্লাইবার্নসহ একাধিক প্রভাবশালী নেতা অ্যান্ড্রু কুওমোর পক্ষে ছিলেন। তবে এই পরাজয় দলের মধ্যে প্রজন্ম এবং মতাদর্শের দ্বন্দ্ব স্পষ্ট করেছে। নিউইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ড কোনো প্রার্থীর পক্ষে অবস্থান না নিলেও মামদানির সমালোচনা করেছিল। বিশ্লেষকরা বলছেন, বোর্ড জনমত বুঝতে ব্যর্থ হয়েছে। বোর্ড সদস্য মারা গে লিখেছেন, ‘ডেমোক্র্যাটিক ভোটাররা জানিয়ে দিয়েছেন তারা নতুন পথে হাঁটতে প্রস্তুত।’
সাবির্ক বিষয়ে প্রবাসী নাট্যকার খান শওকত সমকালকে বলেন, ‘৩৫ বছর ধরে আমি নিউইয়র্কে আছি। সাবেক গভর্নর এন্ড্রু কুমোকে আমরা মন থেকে চাচ্ছিলাম না। ২০২১ সালে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন এক নারী। সেই ঘটনায় তাকে নির্বাচিত গভর্নরের পদ ছাড়তে হয়েছিল। বিষয়টি আজও আমরা ভুলতে পারিনি। সংগত কারণেই আমরা নতুন মুখ চাচ্ছিলাম। দল থেকে ১১জন প্রার্থী প্রাইমারি নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে মামদানির পরিকল্পনা সবার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। নিউইয়র্কের মেয়র হিসেবে আমি তাকে পছন্দ করছি। তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে।’
নিউইয়র্কের ব্রুকলিন প্রবাসী আম্বিয়া বেগম অন্তরা বলেন, মেয়র হিসেবে জোহরান মামদানিকে পছন্দ করার পেছনে আমার স্পষ্ট কিছু কারণ রয়েছে। তিনি অভিবাসীবান্ধব, বিলিয়নিয়ারদের নন- সাধারণ মানুষের প্রতিনিধি। গরিব, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো তাঁর রাজনীতির ভিত্তি। বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে তার পরিকল্পনা স্পষ্ট। তিনি মুসলিম ও দক্ষিণ এশীয় কমিউনিটির গর্ব। সবমিলিয়ে নিউইয়র্ককে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে জোহরান মামদানির মতো নেতা প্রয়োজন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র ন উইয র ক ন উইয়র ক ম মদ ন র র জন য
এছাড়াও পড়ুন:
এপস্টেইন–কাণ্ডে নিজেকে বাঁচাতেই কি বিল ক্লিনটনের বিরুদ্ধে তদন্তের দাবি করলেন ট্রাম্প
যৌন নিপীড়নকারী কুখ্যাত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কী সম্পর্ক ছিল, তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের তদন্ত করার আহ্বান জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আহ্বানের পর মার্কিন বিচার বিভাগ ক্লিনটনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
প্রয়াত এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতেই গতকাল শুক্রবার তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের প্রতি এ আহ্বান জানান বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান জে পি মরগান চেজ এবং হার্ভার্ডের সাবেক প্রেসিডেন্ট ল্যারি সামারসের বিরুদ্ধেও বিচার বিভাগ ও এফবিআই তদন্তের দাবি করেছেন। ল্যারি সামারস ক্লিনটনের অর্থমন্ত্রী ছিলেন।
সম্প্রতি যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত এপস্টেইনের নতুন একগুচ্ছ ই-মেইল প্রকাশ পেয়েছে। সেখানে একাধিকবার ট্রাম্পের নাম এসেছে। এতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে।
এপস্টেইনের প্রেমিকা ম্যাক্সওয়েল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌনকাজে সম্পৃক্ত করতেন। ই-মেইলে দেখা গেছে, ট্রাম্প ওই মেয়েদের সম্পর্কে জানতেন। শুধু তাই নয়, ট্রাম্প একজন কিশোরীর সঙ্গে তাঁর নিজের বাড়িতে কয়েক ঘণ্টা সময় কাটিয়েছেন।বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, নতুন প্রকাশিত ই-মেইলগুলো এপস্টেইন পাঠিয়েছিলেন তাঁর সহযোগী ও সাবেক প্রেমিকা গিসলেইন ম্যাক্সওয়েল এবং ট্রাম্প–ঘনিষ্ঠ লেখক মাইকেল ওলফকে। প্রায় ১৫ বছর ধরে তিনি ওইসব ই–মেইল লিখেছিলেন।
এপস্টেইনের প্রেমিকা ম্যাক্সওয়েল অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও জোরপূর্বক যৌনকাজে সম্পৃক্ত করতেন। ই–মেইলে দেখা গেছে, ট্রাম্প ওই মেয়েদের সম্পর্কে জানতেন। শুধু তাই নয়, ট্রাম্প একজন কিশোরীর সঙ্গে তাঁর নিজের বাড়িতে কয়েক ঘণ্টা সময় কাটিয়েছেন।
শিশুদের যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত ও নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার এপস্টেইন ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের ম্যানহাটানে কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেন। তাঁর প্রেমিকা ম্যাক্সওয়েলের ২০ বছরের কারাদণ্ড হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
এপস্টেইন–কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরে অনেক ধনী ও প্রভাবশালী ব্যক্তির নাম এসেছে।
৭৯ বছর বয়সী ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটরা এপস্টেইন–কেলেঙ্কারিতে তাঁর নাম জড়ানোর ‘ষড়যন্ত্র’ করছে।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে করে ছুটি কাটাতে ফ্লোরিডা যাওয়ার সময় ট্রাম্প উড়োজাহাজে সাংবাদিকদের বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। তাদের এটা অনেক আগেই ঘোষণা দেওয়া উচিত ছিল। বহু বছর ধরে জেফরি এপস্টেইনের সঙ্গে আমার খুবই খারাপ সম্পর্ক ছিল।’
নথিতে দেখা যাচ্ছে, এই ব্যক্তিরা এবং আরও অনেকে তাঁদের জীবনের একটি বড় অংশ এপস্টেইনের সঙ্গে তাঁর দ্বীপে কাটিয়েছেন।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টএ বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পকে বারবার এপস্টেইনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
২০১৯ সালে এপস্টেইনের বিরুদ্ধে যৌনকর্মে নারী পাচারের অভিযোগে হওয়া মামলার বিচার প্রস্তুতি চলছিল। তাঁকে গ্রেপ্তার করে নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছিল। কারাগারে নিজের কক্ষ থেকে পরে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন একটি যৌন চক্র চালাতেন, যেখানে কিশোরী মেয়েদের যৌনকর্মের জন্য সমাজের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাঠানো হতো।
আরও পড়ুনজেফরি এপস্টেইনের ব্যক্তিগত ইমেইলে একাধিকবার ট্রাম্পের নাম১২ নভেম্বর ২০২৫ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও এফবিআইকে জেফরি এপস্টেইনের সঙ্গে বিল ক্লিনটন, ল্যারি সামারস, রেইড হফম্যান, জে পি মরগ্যান চেজ এবং আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ও জড়িত থাকার বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ করবেন।
ট্রাম্প আরও লিখেছেন, ‘নথিতে দেখা যাচ্ছে, এই ব্যক্তিরা এবং আরও অনেকে তাঁদের জীবনের একটি বড় অংশ এপস্টেইনের সঙ্গে তাঁর দ্বীপে কাটিয়েছেন।’
আরও পড়ুনএকই নারীর সঙ্গে ট্রাম্প ও যৌন নিপীড়ক এপস্টেইনের সম্পর্ক ছিল১১ সেপ্টেম্বর ২০২৫