রমেশ সিপ্পি নির্মিত বলিউডের আলোচিত সিনেমা ‘শোলে’। ধর্মেন্দ্র, হেমা মালিনী, অমিতাভ বচ্চন, জয়া, আমজাদ খানের মতো তারকারা সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তারপর ইতিহাস গড়ার গল্প সবারই জানা।

৫০ বছর পর ‘শোলে’ সিনেমার আনকাট সংস্করণের বিশ্বপ্রিমিয়ার হতে যাচ্ছে। শুক্রবার (২৭ জুন) ইতালির বলোনিয়ার একটি উৎসবে সিনেমাটি দেখানো হবে। এই সংস্করণে রয়েছে সিনেমাটির মূল সমাপ্তি, যা আগে সেন্সর বোর্ডের আপত্তির কারণে পরিবর্তন করা হয়েছিল, বাদ দেওয়া দৃশ্যগুলোও যোগ করা হয়েছে। ফলে আলোচনায় উঠে এসেছে বলিউডের এই ধ্রুপধী চলচ্চিত্র। 

স্বনামধন্য স্ক্রিপ্ট রাইটার জুটি সেলিম খান, জাভেদ আখতার ‘শোলে’ সিনেমার চিত্রনাট্য রচনা করেন। বলা যায়, শুরুতে এ সিনেমা নির্মাণের অর্থই ছিল না। রমেশ সিপ্পির বাবা জি.

পি. সিপ্পি ১ কোটি রুপি বাজেট ধরেছিলেন। পরে তা বেড়ে দাঁড়ায় ৩ কোটি রুপি। কিন্তু জানেন কী ৫০ বছর আগে বলিউডের একঝাঁক তারকা কে কত পারিশ্রমিক নিয়েছিলেন? 
  
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘শোলে’ সিনেমায় ভীরু চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র। এ চরিত্র রূপায়নের জন্য ১ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নেন। ঠাকুর চরিত্রে অভিনয় করেন সঞ্জীব কুমার। এ জন্য তিনি পারিশ্রমিক নেন ১ লাখ ২৫ হাজার রুপি। 

আরো পড়ুন:

মা হতে যাওয়ার গুঞ্জন উসকে দিলেন অঙ্কিতা

‘সন্তানেরা সুখী না থাকলে কোটি কোটি টাকা দিয়ে কী হবে’

‘শোলে’ সিনেমায় জয় চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। এ চরিত্রের জন্য বলিউডের শাহেনশাহ নেন ১ লাখ রুপি। বাসন্তী চরিত্রে অভিনয় করেন হেমা মালিনী। এ অভিনেত্রী পারিশ্রমিক নেন ৭৫ হাজার রুপি। 

‘শোলে’ সিনেমার গব্বার সিং চরিত্রে দেখা যায় আমজাদ খানকে। তিনি পারিশ্রমিক নেন ৫০ হাজার রুপি। রাধা চরিত্রে অভিনয় করেন জয়া বচ্চন। অমিতাভের ঘরণী সিনেমাটির জন্য ৩৫ হাজার রুপি পারিশ্রমিক নেন। সিনেমাটির ছোট চরিত্র সম্বা ও কালিয়ার জন্য প্রযোজককে গুণতে হয় ১২, ১০ হাজার রুপি।

সত্তরের দশকে বলিউড সিনেমায় দুঃসাহসিক অ্যাকশন দৃশ্যের প্রয়োগ একেবারেই বিরল ছিল। রমেশ সিপ্পি হলিউডের দুই স্টান্টম্যান, জিম এবং জেরিকে নিয়ে আসেন। জটিল ও ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যগুলো নিখুঁত করার জন্য তাদের নিয়ে আসেন। জিম-জেরি এমন কিছু অভিনব প্রযুক্তি, পদ্ধতি ব্যবহার করেছিলেন, যা তৎকালীন সময়ে একেবারেই নতুন ছিল।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চর ত র র জন য

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।

প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।

এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ