প্রথম দিন ১৪ উইকেট। দ্বিতীয় দিন ১০ উইকেট। তৃতীয় দিনে সবচেয়ে বেশি, ১৬ উইকেট। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে প্রতিদিনই উইকেটের উৎসব হলো। 

হাতে ৬ উইকেট নিয়ে শুক্রবার ব্রিজটাউনে খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে রান ছিল ৯২। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দলকে কতদূর নিয়ে যেতে পারবেন তার ওপর নির্ভর করছিল ম্যাচের গতিপথ। ওয়েস্ট ইন্ডিজের পেসাররাও ছিলেন ভয়ংকর। বিশেষ করে সামার জোসেফ। 

ব্যাট-বলের দারুণ লড়াই হলো। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে যোগ করতে পারল ২১৮ রান। সব মিলিয়ে রান ৩১০। সামার জোসেফ পেলেন ৫ উইকেটের স্বাদ। তাতে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসে টার্গেট পেল ৩০১ রানের। কিন্তু ওই রান তাড়া করতে নেমে তৃতীয় দিনেই অলআউট তারা। হ্যাজেলউডের ৫ উইকেটে ১৪১ রানে গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারল ১৫৯ রানে।

বোলারদের সাজানো মঞ্চে টানা দুই ইনিংসে ফিফটি তুলে ম্যাচ সেরা হয়েছেন ট্রেভিস হেড। প্রথম ইনিংসের ৫৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬১ রান করেন হেড। অস্ট্রেলিয়ার টপ অর্ডারের কেউই লড়াই করতে পারেননি। মিডল অর্ডারেই এসেছে তিনটি ষাট রানের ইনিংস। হেডের ৬১ রানের পর বেউই ওয়েবস্টার ৬৩ এবং অ্যালেক্স ক্যারি ৬৫ রান করেন। তাতে স্কোরবোর্ডে তিনশর বেশি রান পায় সাবেক টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজয়ীরা। 

প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া সামার এবার নেন ৫ উইকেট। ৮৭ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে কাঁপন ধরান তিনি। ৯ টেস্টে ৩৮ উইকেট পাওয়া ডানহাতি পেসার অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৩ ম্যাচে ২২ উইকেট পেয়েছেন। ৪টি ফাইফারের ৩টিই অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া আলজারি জোসেফ ২ উইকেট পেয়েছেন। 

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১০ রানের লিড পেয়েছিল। তাতে এবার তাদের টার্গেট ৩০১। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটা তৃতীয় দিনের হেরে যেতে হয়েছে তাদেরকে। শুরুর সাত ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন কেবল তিন ক্রিকেটার। জন ক্যাম্পেল ২৩, কেসি কার্টি ২০ ও জাস্টিন গ্রেভস ৩৮ রান করেন। শেষ দিকে সামারের ৪৪ রানে পরাজয়ের ব্যবধান কমায় স্বাগতিকরা। 

নিখুঁত লাইন ও লেন্থ মেনে বোলিং করা হ্যাজেলউড ৪৩ রানে নেন ৫ উইকেট। ২ উইকেট পেয়েছেন নাথান লায়ন। 

দারুণ এই জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের যাত্রা শুরু করলো অস্ট্রেলিয়া। ৩ জুলাই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।

ঢাকা/ইয়াসিন  

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প ৫ উইক ট ক রব র প রথম

এছাড়াও পড়ুন:

বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে

ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।

চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগে

চালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’

দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ