সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই চোখে পড়বে লাল-সবুজের বাহারি গালিচা। এর আশপাশে বর্ণিল ফুলের সমারোহ। এ ছাড়া বেড়ে উঠেছে সারি সারি জলপাই, সফেদা, কতবেল, আম, জাম, পিটুনিয়া, পীতরাজসহ নানা জাতের ফুল-ফল আর ঔষধি গাছগাছড়া। প্রতিটি গাছ লাগানো হয়েছে একেকটি ড্রামে। পাশে কাঠিতে সাঁটানো আছে গাছগুলোর বৈজ্ঞানিক নামফলক। পুরো বাগানটির একটি নামও আছে, সেটি ‘পুষ্পমঞ্জরি’।

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫-এর অনুষ্ঠানে এই ছাদবাগানকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে।

বাগানটির অবস্থান নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বর্ধিত অংশের ছাদে। জেলায় পরিচিতি পেলেও এবার বাগানটি নজর কেড়েছে সারা দেশের মানুষের। প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাগানটি পেয়েছে প্রথম শ্রেণির মর্যাদা। ২৫ জুন রাজধানীতে এক অনুষ্ঠানে সেই পুরস্কার গ্রহণ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

ঐতিহ্যবাহী নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদবাগান অনন্য ভূমিকা রাখছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বাগানে আছে ৯ প্রজাতির বনজ, ৪৫ প্রজাতির ফলদ, ২১ প্রজাতির ভেষজ, ২৬ প্রজাতির শোভাবর্ধনকারী, ৭ প্রজাতির দেশীয় বিলুপ্তপ্রায়, ৭ প্রজাতির বিরল এবং ১১ প্রজাতির সবজি ও অন্যান্য গাছ। জেলার প্রধান অর্থকরী ফসল ইক্ষুও এই ছাদবাগানে চাষ করা হয়েছে।

২৫ জুন রাজধানীতে এক অনুষ্ঠানে সেই পুরস্কার গ্রহণ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ক র ব গ নট

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৪ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০২) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৪ টাকা।

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক‌্যাশফ্লো দাঁড়িয়েছে ৩.০১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক‌্যাশফ্লো ছিল ১.৩৮ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.১৬ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • কৃষি গুচ্ছ ভর্তিতে আবেদন ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি
  • স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩
  • কৃষিবিদ সিডের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • মনোস্পুলের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪.৩৮ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৫)
  • আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
  • আসিফের মন্তব্য নিয়ে বাফুফের কাছে দুঃখপ্রকাশ বিসিবির
  • রুয়েটে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, পদসংখ্যা ১১
  • ভূমি আপিল বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড