দাতব্যকাজে ব্যয়ের জন্য এবার নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের ৬০০ কোটি (৬ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের শেয়ার দান করেছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেট। প্রায় দুই দশক আগে নিজের সম্পদ দান করা শুরু করার পর এটিই তাঁর এখন পর্যন্ত সবচেয়ে বড় বার্ষিক অনুদান।

গেটস ফাউন্ডেশনসহ মোট পাঁচটি দাতব্য প্রতিষ্ঠান এই অনুদান পেয়েছে। অনুদান পাওয়া বাকি চারটি দাতব্য প্রতিষ্ঠান বাফেটের পরিবারের সদস্যদের দিয়ে পরিচালিত।

গত শুক্রবার এই দানের ফলে বাফেটের মোট দানের পরিমাণ ছয় হাজার কোটি ডলার ছাড়িয়ে গেল।

বাফেট শুক্রবার গেটস ফাউন্ডেশনকে ৯৪ লাখ ৩০ হাজার শেয়ার, সুসান থমসন বাফেট ফাউন্ডেশনকে ৯ লাখ ৪৩ হাজার ৩৮৪ শেয়ার দিয়েছেন এবং তাঁর তিন সন্তান হাওয়ার্ড, সুজি ও পিটারের নেতৃত্বে থাকা তিনটি দাতব্য সংস্থা হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশনকে দিয়েছেন ৬ লাখ ৬০ হাজার ৩৬৬টি করে শেয়ার।

শুক্রবারের অনুদানের আগপর্যন্ত ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় সে সময় তিনি বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন। ৬০০ কোটি ডলার দানের পর তিনি এখন তালিকায় ৬ নম্বরে রয়েছেন।

প্রকাশিত হিসাব অনুযায়ী, ওয়ারেন বাফেট এখনো বার্কশায়ার হ্যাথাওয়ের ১৩ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক।

সর্বশেষ অনুদান দেওয়ার আগপর্যন্ত ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় সে সময় তিনি বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী ছিলেন। ৬০০ কোটি ডলার দানের পর এখন তালিকায় ৬ নম্বরে রয়েছেন।

এর আগে গত বছরের জুনে বাফেট ৫৩০ কোটি ডলার ও গত নভেম্বরে তাঁর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠানগুলোকে আরও ১১৪ কোটি ডলার অনুদান দিয়েছিলেন বাফেট।

এক বিবৃতিতে বাফেট বলেছিলেন, বার্কশায়ার হ্যাথাওয়ের কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা তাঁর নেই; বরং তিনি তাঁর সম্পদের বেশির ভাগটাই দান করে দিতে চান।

বাফেটের বয়স এখন ৯৪ বছর। তিনি ২০০৬ সাল থেকে তাঁর সম্পদ দান করা শুরু করেন।

মানবহিতৈষী কাজে নিজের অর্জিত সম্পদ ব্যয় করার ইচ্ছা থেকে গত বছর বাফেট তাঁর উইল পরিবর্তন করেন এবং সেখানে উল্লেখ করেন, মৃত্যুর পর তাঁর বাকি সম্পদের ৯৯ দশমিক ৫ শতাংশ একটি দাতব্য ট্রাস্টে দেওয়া হবে, যেটির তত্ত্বাবধান করবেন তাঁর সন্তানেরা।

মানবহিতৈষী কাজে নিজের অর্জিত সম্পদ ব্যয় করার ইচ্ছা থেকে গত বছর বাফেট তাঁর উইল পরিবর্তন করেন। সেখানে উল্লেখ করেন, মৃত্যুর পর তাঁর বাকি সম্পদের ৯৯ দশমিক ৫ শতাংশই একটি দাতব্য ট্রাস্টে দেওয়া হবে, যেটির তত্ত্বাবধান করবেন তাঁর সন্তানেরা।

বাফেটের তিন সন্তানের মধ্যে সুসি বাফেটের বয়স ৭১, হাওয়ার্ড বাফেটের ৭০ ও পিটার বাফেটের বয়স ৬৭ বছর।

গত বছরের জুনে বাফেট বলেছেন, তাঁর মৃত্যু হলে গেটস ফাউন্ডেশনের জন্য তাঁর অনুদান বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুনমৃত্যুর পর ১৫ হাজার কোটি ডলারের সম্পদের কী হবে, জানিয়েছেন ওয়ারেন বাফেট২৬ নভেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৬০০ ক ট গত বছর উন ড শ অন দ ন ফ উন ড দ ন কর

এছাড়াও পড়ুন:

৩ ব্যাংকের নবম গ্রেডের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি ব্যাংকে ‘সিনিয়র অফিসার (আইটি)’ (৯ম গ্রেড) পদের ১৩৫টি শূন্য পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৭ অক্টোবর ঢাকার তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষা শুরুর আগপর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

২০২২ সালভিত্তিক এ নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে তিনটি ব্যাংক হলো—সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি।

আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫

পরীক্ষার তারিখ ও সময়: ১৭ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে দুপুর ১২টা (প্রিলিমিনারি পরীক্ষা—এক ঘণ্টা ও লিখিত পরীক্ষা—দুই ঘণ্টা)।

পরীক্ষার কেন্দ্র

১। লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, ঢাকা।
২। লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
৩। সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।
নির্দেশনা
১। প্রার্থীরা প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে পরীক্ষা শুরুর আগপর্যন্ত সংগ্রহ করতে পারবেন।
২। সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ ও চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৩। প্রবেশপত্র (এক কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল বা স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
এমসিকিউ ও লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টনসহ বিস্তারিত দেখুন এই লিংকে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ ব্যাংকের নবম গ্রেডের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ