ধর্ষণের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে: আইন উপদেষ্টা
Published: 29th, June 2025 GMT
কুমিল্লার মুরাদনগর উপজেলার আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার বিচার করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
রবিবার (২৯ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘‘মুরাদনগরে যে জঘন্য ধর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় দেশের যে কোনো নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ও ক্ষুব্ধ। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামিসহ ধর্ষণের শিকার নারীর ছবিগুলো যারা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘এরই মধ্যেই ধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে সে আইনের সংশোধন করা হয়েছে। দ্রুততম সময়ে মাগুরার ধর্ষণের ঘটনার বিচার দেখেছেন। সর্বোচ্চ গুরত্ব দিয়ে এ ঘটনার বিচারও সম্পন্ন করা হবে।’’
ভুয়া ও মামলা বাণিজ্য থেকে পরিত্রাণ দিতে সিআরপিসির বিদ্যমান ১৭৩ (১)আইনের পরিবর্তন :
নিরপরাধ ব্যক্তিকে ভুয়া ও মামলা বাণিজ্য থেকে পরিত্রাণ দিতে সিআরপিসির বিদ্যমান ১৭৩ (১)আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।
তিনি বলেন, ‘‘নতুন বিধানে বলা হয়েছে, পুলিশ কমিশনার, এসপি বা এসপি পদমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তার এখতিয়ারাধীন কোনো মামলার বিষয়ে অযৌক্তিক মনে করলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্রুততম সময়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট দিতে বলবেন। প্রাথমিক রিপোর্টটি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছেও জমা দিতে বলবেন তিনি। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মামলার কাউকে আসামি করা সঠিক সিদ্ধান্ত হয়নি (পর্যাপ্ত সাক্ষী বা প্রমাণাদি নেই) তাহলে ওই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন।’’
ঢাকা/নঈমুদ্দীন//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট ণ র ঘটন এ ঘটন আইন র
এছাড়াও পড়ুন:
লালবাগে ছারপোকা মারার ওষুধের গ্যাসের প্রভাবে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর লালবাগের শহীদনগরে বাসায় ছারপোকা মারার ওষুধের বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় জীবন হোসেন (৪০) নামে একজন ভাঙারি ব্যবসায়ী মারা গেছেন।
পারিবারিক সূত্র জানায়, জীবন হোসেন সপরিবার শহীদনগরে জে এস রোডে একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল বুধবার বাসার সব কক্ষে ছারপোকার ওষুধ দিয়ে ব্যবসার কাজে বেরিয়ে পড়েন জীবন। এ সময় পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাসায় যান।
রাতে বাসায় ফিরে জীবন নিজ কক্ষের দরজা–জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বজনেরা এসে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে জীবনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, জীবনকে অচেতন অবস্থায় বেলা সোয়া একটার দিকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।
জীবনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাকিয়া পাড়ায়।