সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারের ভুয়া পরিচয়ে বিয়ে করার অভিযোগে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

রবিবার (২৯ জুন) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড ও নগদ ৩৮ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ফয়সাল আহমেদ নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

যৌথবাহিনী থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একমাস আগে কাশিয়ানী উপজেলার নাওড়া আরপাড়া গ্রামে মেয়ে দেখতে আসেন নরসিংদীর ফয়সাল আহমেদ। নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে নায়ন মিয়ার মেয়েকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি পরিচয়পত্রের একটি সফট কপিও দেখান।

পরে রবিবার (২৯ জুন) রাতে শ্বশুরবাড়িতে এলে আর্থিক বিষয়ে একটি বিরোধের সৃষ্টি হয় হলে ফয়সালের বাক্যালাপে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে। সংবাদ পেয়ে কাশিয়ানী আর্মি ক্যাস্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ফয়সালকে আটক করে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করে। 

পরে যৌথবাহিনী ফয়সালকে কাশিয়ানী সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং মামলা দায়েরের পর কাশিয়ানী থানার হস্তান্তর করে।

ঢাকা/বাদল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শ্রীপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে কাঙালিভোজের আয়োজন, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নয়াপাড়া হাজীবাড়ী গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবস উপলক্ষে কাঙালিভোজের আয়োজনের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রাতুল (২৪) নয়াপাড়া হাজীবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসির মোড়লের সঙ্গে রাজনীতি করতেন বলে স্থানীয় লোকজন জানান। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা ছিল।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনি বলেন, বিশাল আয়োজন করে রাতুল নামের এক ছাত্রলীগ কর্মীর বাড়িতে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খিচুড়ি রান্না করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, রাতুল ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তাঁর নামে একটি মামলা ছিল। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে খিচুড়ি রান্নার বিষয়টি তিনি জানেন না।

সম্পর্কিত নিবন্ধ