নিউইয়র্ক টাইমস ভেবেছিল ধাপ্পাবাজি। স্কোরলাইন প্রথমে জানার পর প্রচার করতে চায়নি। আর ইংলিশ সংবাদমাধ্যম ভেবেছিল, বেলো হরাইজন্তে থেকে যে খবর এসেছে, সেটা সম্ভবত ছাপার ভুল। ইংরেজ ভূ–ভাগ যেমন ফলের আশায় ছিল, তেমন কিছুই ছাপিয়েছিল তারা। ইংল্যান্ড ১০-১ গোলে জিতেছে।

ভুল। স্কোরলাইন ছিল ১-০। যুক্তরাষ্ট্রের অপেশাদার দলের কাছে হেরেছে তখনকার অন্যতম সেরা ও ফুটবলের জনক হওয়ার গর্বে বলীয়ান ইংল্যান্ড!

আরও পড়ুনগতি, গ্ল্যামার আর উত্তেজনায় রোমাঞ্চকর ‘রাশ’২৩ জুন ২০২৫

আশ্চর্য বললেও কম হয়, এই অত্যাশ্চর্য ফল ৭৫ বছর আগের সেই বিশ্বকাপে কেউ হয়তো ভাবেনি। যুক্তরাষ্ট্রের লেখক জিওফ্রে ডগলাস সেই আশ্চর্য গল্পই ১৯৯৬ সালে তুলে এনেছিলেন ‘দ্য গেম অব দেয়ার লাইভস’ বইয়ে। সে বছরই ডিসেম্বরে বইটির সিনেমার স্বত্ব কিনলেও টাকার জোগাড় হচ্ছিল না। অগত্যা স্বত্ব বেচে দেন আমেরিকান বিলিয়নিয়ার ও মেজর লিগ সকারের প্রতিষ্ঠাতাদের একজন ফিলিপ আনশুৎজকে।

যুক্তরাষ্ট্রে ফুটবলে সবার আগ্রহ বাড়াতে সিনেমাটি বানানোর উদ্যোগ নেন আনশুৎজ। ডেকে পাঠান খেলা নিয়ে তত দিনে কাল্টে পরিণত হওয়া সিনেমা ‘হোসিয়ার্স’ ও ‘রুডি’র চিত্রনাট্য নির্মাতা অ্যাঞ্জেলো পিজ্জোকে। পরিচালনার ভার পড়ে ওই দুটি সিনেমারই পরিচালক ডেভিড এন্সপের কাঁধে।

ব্রাজিলের বেলো হরাইজন্তেতে সেদিন অবিশ্বাস্য জয় পেয়েছিল যুক্তরাষ্ট.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট শ চর য

এছাড়াও পড়ুন:

৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের

লিভারপুল ৪:২ বোর্নমাউথ

শুরুতে ছিল আবেগের প্রকাশ, মাঝে উঠল নতুনের জয়গান, আর চরম নাটকীয়তার শেষ অঙ্কে দেখা গেল কারও ঘৃণার জবাব, কারও আবার সামর্থ্যের প্রদর্শনীও।

আজ অ্যানফিল্ডে ২০২৫-২৬ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে লিভারপুল-বোর্নমাউথ উপহার দিল একটি থ্রিলারের প্রায় সব রসদই। যে থ্রিলারের শেষ দিকে দুই গোল করে লিভারপুল ম্যাচ জিতে নিয়েছে ৪-২ গোলে।

বিস্তারিত আসছে ...।

সম্পর্কিত নিবন্ধ