আশ্চর্য সেই জয়ের গল্প ‘গেম অব দেয়ার লাইভস’
Published: 30th, June 2025 GMT
নিউইয়র্ক টাইমস ভেবেছিল ধাপ্পাবাজি। স্কোরলাইন প্রথমে জানার পর প্রচার করতে চায়নি। আর ইংলিশ সংবাদমাধ্যম ভেবেছিল, বেলো হরাইজন্তে থেকে যে খবর এসেছে, সেটা সম্ভবত ছাপার ভুল। ইংরেজ ভূ–ভাগ যেমন ফলের আশায় ছিল, তেমন কিছুই ছাপিয়েছিল তারা। ইংল্যান্ড ১০-১ গোলে জিতেছে।
ভুল। স্কোরলাইন ছিল ১-০। যুক্তরাষ্ট্রের অপেশাদার দলের কাছে হেরেছে তখনকার অন্যতম সেরা ও ফুটবলের জনক হওয়ার গর্বে বলীয়ান ইংল্যান্ড!
আরও পড়ুনগতি, গ্ল্যামার আর উত্তেজনায় রোমাঞ্চকর ‘রাশ’২৩ জুন ২০২৫আশ্চর্য বললেও কম হয়, এই অত্যাশ্চর্য ফল ৭৫ বছর আগের সেই বিশ্বকাপে কেউ হয়তো ভাবেনি। যুক্তরাষ্ট্রের লেখক জিওফ্রে ডগলাস সেই আশ্চর্য গল্পই ১৯৯৬ সালে তুলে এনেছিলেন ‘দ্য গেম অব দেয়ার লাইভস’ বইয়ে। সে বছরই ডিসেম্বরে বইটির সিনেমার স্বত্ব কিনলেও টাকার জোগাড় হচ্ছিল না। অগত্যা স্বত্ব বেচে দেন আমেরিকান বিলিয়নিয়ার ও মেজর লিগ সকারের প্রতিষ্ঠাতাদের একজন ফিলিপ আনশুৎজকে।
যুক্তরাষ্ট্রে ফুটবলে সবার আগ্রহ বাড়াতে সিনেমাটি বানানোর উদ্যোগ নেন আনশুৎজ। ডেকে পাঠান খেলা নিয়ে তত দিনে কাল্টে পরিণত হওয়া সিনেমা ‘হোসিয়ার্স’ ও ‘রুডি’র চিত্রনাট্য নির্মাতা অ্যাঞ্জেলো পিজ্জোকে। পরিচালনার ভার পড়ে ওই দুটি সিনেমারই পরিচালক ডেভিড এন্সপের কাঁধে।
ব্রাজিলের বেলো হরাইজন্তেতে সেদিন অবিশ্বাস্য জয় পেয়েছিল যুক্তরাষ্ট.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট শ চর য
এছাড়াও পড়ুন:
পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিন শুক্রবার (৩ অক্টোবর) পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে এখন পর্যটকদের সরব উপস্থিতি। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন। তাদের অনেকে সমুদ্রের ঢেউয়ে গা ভিজিয়ে এবং ওয়াটর বাইকে চড়ে আনন্দ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের কেউ কেউ মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছিলেন। সব মিলিয়ে সৈকতের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আরো পড়ুন:
চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন
১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা
পাবনা থেকে আসা হোসেন শহীদ ও সোনিয়া দম্পতি জানান, পূজা ও সরকারি ছুটি থাকায় তারা কুয়াকাটায় এসেছেন। সমুদ্রের ঢেউ উপভোগ করেছেন তারা। এই দম্পতির অভিযোগ, হোটেল ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে।
বরিশালের কাউনিয়া থেকে আসা সম্রাট বলেন, “কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছি। বৃহস্পিতবার বিকেলে বৃষ্টির মধ্যে লাল কাকড়ার চড়, গঙ্গামতি ও লেম্বুর বন ঘুরেছি। দারুন এক অনুভূতি হয়েছে।”
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরপত্তা নিশ্চিতে আমরা সচেষ্ট রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।”
ঢাকা/ইমরান/মাসুদ