Samakal:
2025-11-17@10:13:18 GMT

আহমেদ আকবর সোবহানকে দুদকে তলব

Published: 30th, June 2025 GMT

আহমেদ আকবর সোবহানকে দুদকে তলব

বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান, শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠি দিয়ে তাদেরকে আগামী বুধবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বসুন্ধরা ও রূপগঞ্জ এলাকায় জমি এওয়াজ (বিনিময়) করে অর্থপাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও বিশেষ অনুসন্ধান টিমের প্রধান মো.

মনিরুল ইসলামের সই করা চিঠি এরই মধ্যে বিশেষ দূত মারফত তাদের ঠিকানায় পাঠানো হয়েছে। দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে সোমবার এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। তারিক আহমেদ সিদ্দিককে বুধবার সকাল ১০টায়, তার স্ত্রী শাহিন সিদ্দিককে সকাল ১১টায় ও আহমেদ আকবর সোবহানকে দুপুর ১২টায় জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক সূত্র জানায়, আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে ছয় বিঘার বেশি জমি তারিক সিদ্দিক ও তার স্ত্রী শাহীন সিদ্দিকের সঙ্গে এওয়াজ করে মোটা অঙ্কের টাকা পাচার করেছেন। একইভাবে তিনি রূপগঞ্জে আরও ছয় বিঘার বেশি জমি তারিক সিদ্দিক ও তার স্ত্রী শাহীন সিদ্দিকের সঙ্গে এওয়াজ করে ১৬০ কোটি টাকা পাচার করেছেন।

এই অভিযোগটি অনুসন্ধান করছে দুদকের সাত সদস্যের বিশেষ টিম। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এসএম রাশেদুল হাসান, কেএম মুর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। এই অনুসন্ধান কার্যক্রম তদন্তকারী কর্মকর্তা হলেন, দুদক পরিচালক ড. খান মো. মীজানুল ইসলাম।

উৎস: Samakal

কীওয়ার্ড: র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ কেন্দ্রে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থী থাকলে নিচের শর্তে ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

দরকারি শর্ত জেনে নিন

১. অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের ‘প্রতিবন্ধী সনদ’ থাকতে হবে।

২. পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) যাচাই করে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৩. অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন।

আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

৪. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সিলগালা করে ‘মো. নজরুল ইসলাম তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর–১৭০৪’ এই ঠিকানায় পাঠাতে হবে।

৫. প্যাকেটের ওপর ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লাল কালিতে লিখতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট : www.na.ac.bd

আরও পড়ুনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • পাওনা দিতে পারলে শিল্পটা আজ হারিয়ে যেত না: জয়া
  • গোপালগঞ্জে আরো দুই মামলায় আসামি ৫৫২
  • এক ওভারে ৩১ রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা
  • পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা
  • ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট
  • সফটওয়্যার কোম্পানির টাকায় যক্ষ্মা সম্মেলনে