আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু
Published: 1st, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উত্তরের জেলা রংপুর থেকে শুরু হয়েছে। পদযাত্রাটি গাইবান্ধায় এসে পথসভা করে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌন ২টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে পৌঁছায় পদযাত্রাটি। পদযাত্রাটি পৌঁছার পর কেন্দ্রীয় নেতাদের ফুলের শুভেচ্ছা জানান এনসিপির উপজেলা পর্যায়ের নেতারা। পরে কেন্দ্রীয় নেতারা ফিতা কেটে এনসিপির সাদুল্লাপুর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন।
সেখানে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চল মুখপাত্র সারজিস আলমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা।
আরো পড়ুন:
টানলেই উঠছে কার্পেটিং, রাস্তায় নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আব্দুল্লাহ
সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না, কর্মচারীদের হুঁশিয়ারি হাসনাতের
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘‘এনসিপি জুলাই অভ্যুত্থানে নিহতদের পুরস্কৃত করার পাশাপাশি নতুন সংবিধান সংস্কারে কাজ করবে। সাদুল্লাপুরবাসী কি সংবিধান সংস্কারের জন্য কাজ করবে? সাদুল্লাপুরবাসী কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার চায়? আমরা বিশ্বাস করি, উত্তরের জেলা গাইবান্ধার সাদুল্লাপুরের জনগণ এনসিপির বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে গোটা জেলায় পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।’’
এর আগে সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা।
পথসভা শেষে পদযাত্রটি গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনারে গিয়ে মিলিত হয়। সেখানে সমাবেশে যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর পদযাত্রাটি পলাশবাড়ী হয়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্পটে এসে মিলিত হয়।
ঢাকা/মাসুম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন পদয ত র ট এনস প র
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় হাত পাখার সমর্থনে ইসলামী আন্দোলন নেতাদের গণসংযোগ
ফতুল্লার কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে এই গণসংযোগে।প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম।
পথসভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি অপরিহার্য। নির্বাচন ব্যবস্থার সংস্কার ও পিআর পদ্ধতির পুনর্বহাল ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। এই দাবি পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে অটল থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।
গণসংযোগ ও পথসভায় কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।