জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উত্তরের জেলা রংপুর থেকে শুরু হয়েছে। পদযাত্রাটি গাইবান্ধায় এসে পথসভা করে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌন ২টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে পৌঁছায় পদযাত্রাটি। পদযাত্রাটি পৌঁছার পর কেন্দ্রীয় নেতাদের ফুলের শুভেচ্ছা জানান এনসিপির উপজেলা পর্যায়ের নেতারা। পরে কেন্দ্রীয় নেতারা ফিতা কেটে এনসিপির সাদুল্লাপুর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন।

সেখানে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চল মুখপাত্র সারজিস আলমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা। 

আরো পড়ুন:

টানলেই উঠছে কার্পেটিং, রাস্তায় নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আব্দুল্লাহ

সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না, কর্মচারীদের হুঁশিয়ারি হাসনাতের

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘‘এনসিপি জুলাই অভ্যুত্থানে নিহতদের পুরস্কৃত করার পাশাপাশি নতুন সংবিধান সংস্কারে কাজ করবে। সাদুল্লাপুরবাসী কি সংবিধান সংস্কারের জন্য কাজ করবে? সাদুল্লাপুরবাসী কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার চায়? আমরা বিশ্বাস করি, উত্তরের জেলা গাইবান্ধার সাদুল্লাপুরের জনগণ এনসিপির বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে গোটা জেলায় পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।’’

এর আগে সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। 

পথসভা শেষে পদযাত্রটি গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনারে গিয়ে মিলিত হয়। সেখানে সমাবেশে যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর পদযাত্রাটি পলাশবাড়ী হয়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্পটে এসে মিলিত হয়।
 

ঢাকা/মাসুম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন পদয ত র ট এনস প র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ