ময়মনসিংহের গফরগাঁওয়ে হাওর এক্সপ্রেস ট্রেনের ৮টি টিকিটসহ হৃদয় মিয়া (২৫) নামের এক কালোবাজারিকে আটক করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে গফর গাঁও রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

হৃদয় মিয়া ষোলহাসিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.

গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু

ফেনীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিক্ষক নিহত

তিনি বলেন, ‘‘মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন গফর গাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির আগে কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করেন হৃদয়। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী (আরএলবি) হৃদয়কে আটক করে তল্লাশি চালিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনের ৮টি টিকিট জব্দ করে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মিলন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার। 

রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি বন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। 

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধের পর আজ রবিবার দুপুর ১টা থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড করে দেশি ট্রাক লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, “হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকে না। ভারতের সাথে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ