Prothomalo:
2025-11-02@00:33:41 GMT

আমরা জবাব চাই

Published: 23rd, July 2025 GMT

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের বেশির ভাগই শিশু, যারা স্কুলে পড়তে গিয়েছিল। এ ঘটনায় পুরো জাতি ব্যথিত। আমাদের সন্তানদের এমন মৃত্যুও দেখতে হলো।

এ ঘটনায় প্রথম প্রশ্ন আসে যে এমন জনবহুল এলাকায় কেন যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা এর জবাব চাই। জনবহুল এলাকায় যেকোনো কাজ করতে গেলে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের চিন্তা করা উচিত, সম্ভাব্য পরিণতি কী কী হতে পারে। কারণ, বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকেই।

দ্বিতীয় প্রশ্ন হলো, বিমানবন্দরের রানওয়ের কাছে কেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে। নগর–পরিকল্পনাবিদেরা দীর্ঘদিন ধরে কোন এলাকায় কী কী থাকবে, নগরের পরিকল্পনা কী হবে, তা বলে আসছেন। সে অনুযায়ী কিছুই করা হয়নি। বলা হচ্ছে, এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ওপর দিয়ে নিয়মিত বিমান ওঠানামা করে।

দুর্ঘটনার আশঙ্কা থাকেই। এবার দুর্ঘটনা ঘটল। তাই এটাকে শুধু দুর্ঘটনা বলা ঠিক হবে না, এটা পরিকল্পনাহীনতা ও দায়িত্বহীনতার ফল।

জনবহুল এলাকায় যেকোনো কাজ করতে গেলে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের চিন্তা করা উচিত, সম্ভাব্য পরিণতি কী কী হতে পারে। কারণ, বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকেই।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর সরকারের পক্ষ থেকে নিহত ও আহতের পরিসংখ্যান দেওয়া হয়েছে। তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও ও নানা তথ্য ছড়িয়ে পড়ে। ফলে মানুষের মধ্যে ধারণা হওয়া স্বাভাবিক যে মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে। অতীতে আমরা এ ধরনের ঘটনায় লুকোচুরি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা দেখেছি। তথ্য ও পরিসংখ্যান দ্রুত দেওয়া জরুরি।

আমরা দেখলাম, রাত তিনটার দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা (মঙ্গলবারের) স্থগিত করার ঘোষণা দেওয়া হলো। জনগণের পরিস্থিতি, জনগণের বেদনা, জনগণের ক্ষতির প্রতি সরকার দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখায়নি। বরং খামখেয়ালি আচরণ করেছে। এসব বিগত সরকারের সময় নিয়মিত হতো। এই সরকারের সময় এ ধরনের কার্যকলাপ গ্রহণ করতে পারি না।

এর আগেও দেখা গেছে, সিদ্ধান্ত নিতে সরকারের সময় লাগে। আবার সিদ্ধান্ত নেওয়ার পর সেটা পাল্টে যায়। জনগণের পক্ষে তো ভরসা করা কঠিন হয়ে পড়ে।

দ্বিতীয় প্রশ্ন হলো, বিমানবন্দরের রানওয়ের কাছে কেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে। নগর–পরিকল্পনাবিদেরা দীর্ঘদিন ধরে কোন এলাকায় কী কী থাকবে, নগরের পরিকল্পনা কী হবে, তা বলে আসছেন। সে অনুযায়ী কিছুই করা হয়নি। বলা হচ্ছে, এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ওপর দিয়ে নিয়মিত বিমান ওঠানামা করে।

মাইলস্টোন স্কুলে সোমবার শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। মনে রাখতে হবে, বিমান বিধ্বস্তে শিশুদের মৃত্যু একটা মর্মান্তিক ঘটনা। এমন ঘটনার পর মানুষ তো বিক্ষুব্ধ হবেই। মানুষ বিক্ষুব্ধ হবে, আতঙ্কিত হবে; তাদের প্রতি সংবেদনশীল থাকতে হবে। তাদের ওপর লাঠিচার্জ করা তো দায়িত্বশীল আচরণ নয়। আশা করব, সরকার এটা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সরকারের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের কেউ সহায়তা দিতে চাইলে ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করে একটি ফেসবুক পোস্ট দেওয়া হয়েছিল। পরে সেটা মুছে দেওয়া হয়। এটা একটা হাস্যকর ও দায়িত্বহীন পদক্ষেপ। এসবের অবসান হওয়া দরকার। সরকারের কেন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য চাঁদা তুলতে হবে?

বিমান বিধ্বস্তের ঘটনার পর সোমবার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কোনো ভূমিকা দেখা যায়নি। এর আগেও তিনি ছিলেন নিষ্ক্রিয়। অথচ স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। তাঁকে কেন স্বাস্থ্য উপদেষ্টা রাখা হয়েছে, তা আমার কাছে বোধগম্য নয়। স্বাস্থ্য খাতে পরিবর্তনের সূচনা বা অব্যবস্থাপনা ও অপচয় দূর করার কোনো পদক্ষেপ তো দেখা যায় না। সরকার কোন বিবেচনায় একেকজনকে দায়িত্ব দিচ্ছে, কিন্তু তাঁদের কোনো সক্রিয়তা দেখা যায় না, সেই জবাব চাই।

বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটির অন্যতম একটি কাজ হওয়া উচিত, যে বিমানগুলো প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে, সেগুলো এখনো উড়ানের উপযোগী কি না, তা খতিয়ে দেখা। কোথাও কোনো বাত্যয় হয়েছে কি না, কোনো গাফিলতি আছে কি না, তা–ও দেখতে হবে। থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আগেও আমরা দেখেছি, বিভিন্ন ঘটনায় তদন্ত কমিটি হয়। পরে প্রতিবেদন প্রকাশ করা হয় না। এটা বিগত সরকারের সময় হয়েছে, আগের সরকারের সময় হয়েছে। এই সরকারের সময়ও আমরা একই ঘটনা দেখেছি। এমন চর্চা বন্ধ হওয়া উচিত। দায়দায়িত্ব চিহ্নিত করা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় না বলেই একই ধরনের ঘটনা বারবার ঘটে।

আনু মুহাম্মদ: গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ম ন ব ধ বস ত সরক র র সময় দ র ঘটন র র ঘটন য় জনগণ র র পর ক এল ক য় র পর স র ওপর

এছাড়াও পড়ুন:

একাত্তরের গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: আলাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘‘বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত, চব্বিশ এবং আগের গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, ভোটাধিকার হরণ—এসবের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। তাহলে একাত্তরে গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের জন্য জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই রকমের বিচার হতে পারে না।’’

শনিবার (১ নভেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: দুলু

নৌকা ডুবেছে, শাপলা ভাসবে: এনসিপির তুষার

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘‘যদি আওয়ামী লীগের মতো একই ধরনের অপরাধে জামায়াতের বিচার না হয়, তাহলে সেটা হবে ইতিহাসের প্রতি অবিচার।’’

তিনি বলেন, ‘‘আজকে জামায়াত তাদের পোশাক-চেহারা, আচরণ পাল্টে নতুন রূপে হাজির হয়েছে। তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করছে। কিন্তু, মূল উদ্দেশ্য বিএনপিকে আক্রমণ করা। এই বহুরূপীদের চেহারা জনগণ চিনে ফেলেছে।’’

বিএনপির এই নেতা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিই একমাত্র শক্তি। অথচ এই শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বাচনের নামে প্রক্রিয়া চালালেও জনগণের সার্বভৌম ক্ষমতা কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আলাল আরো বলেন, ‘‘বর্তমান সরকার মনে করেছে, দেশের সব অনাচারের মূলে সংবিধান। কিন্তু সমস্যার মূল সংবিধান নয়—ক্ষমতার অপব্যবহার ও জনগণের ভোটাধিকার হরণ। শেখ হাসিনার ১৬-১৭ বছরের শাসনে এই অন্যায়, নির্যাতন, দুর্নীতি ও অর্থ পাচারই হয়েছে সবচেয়ে বড় বাস্তবতা।’’

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ জনগণের নয়, কিছু উপদেষ্টার প্রয়োজন: হাফিজ
  • একাত্তরের গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: আলাল
  • জ্বালানি সুবিচার নিশ্চিতে সংগ্রাম, শপথ যুব সংসদের সদস্যদের
  • বন্দরে বিএনপি নেতা তাওলাদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম
  • বিএনপি ও জামায়াত কে কোন ফ্যাক্টরে এগিয়ে
  • অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
  • সরকার নিরপেক্ষতা হারালে জনগণ মাঠে নামবে: তাহের
  • সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি অবস্থান পরিবর্তন করে
  • বিএনপি-জামায়াত দেশকে অন্য এক সংকটের দিকে নিয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জনগণের সঙ্গে এটা প্রতারণা: মির্জা ফখরুল