অন্তর্বর্তী সরকার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পৃষ্ঠপোষকতা করে পক্ষপাতদুষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।

নুরুল হক বলেন, ‘এই সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে। দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং সচেতন নাগরিকদের মতামত সরকার একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করে তাদের পক্ষপাতদুষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করেছে। আপনারা এরই মধ্যে দেখেছেন সরকার ১৩টি রাজনৈতিক দলের শীর্ষ প্রধানদের সঙ্গে বসেছিলেন, সেখানে আমরাও ছিলাম। সেখানে সব রাজনৈতিক দলই সরকারের এনসিপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে। অধ্যাপক ইউনূস স্যারের প্রতি সম্মান রেখেই রাজনৈতিক দলের নেতারা বলেছেন—আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না।’

সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে এ দেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছিল, আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে উল্লেখ করে নুরুল হক আরও বলেন, ‘পরশু দিনের আগে আপনারা দেখেছেন চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে উপদেষ্টারা বলেছেন, তাঁরা চারটি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছে। একটি দল যেখানে নিবন্ধনই নেই, সদ্য জন্মলাভ করেছে, কত দূর যায় বা কত দিন রাজনীতিতে টেকে সেটাই তো এখনো জানা নেই।’

কুমিল্লায় গণ অধিকার পরিষদের সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ল হক র জন ত ক এনস প সরক র

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন ৪০ শতাংশে ঠেকেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। তাঁর জনসমর্থনের হার নেমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর জনপ্রিয়তা এখন সবচেয়ে কম। অর্থনীতি ও অভিবাসন ইস্যু সামলাতে তাঁর দক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নাগরিকেরা। রয়টার্স/ইপসোসর করা এক নতুন জনমত জরিপে এমন তথ্য জানা গেছে।

তিন দিন ধরে জরিপটি চালানো হয়। গত সোমবার শেষ হয় জরিপের কাজ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ১ হাজার ২৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিক জরিপে অংশ নেন। এতে ট্রাম্পকে ঘিরে বিভক্ত একটি জাতির চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৮৩ শতাংশ রিপাবলিকান ও ৩ শতাংশ ডেমোক্র্যাট তাঁর কর্মকাণ্ড সমর্থন করেছেন। অন্যদিকে প্রায় এক-তৃতীয়াংশ স্বতন্ত্র ভোটার তাঁর কর্মকাণ্ডে সন্তুষ্ট।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি জোরদার করা ও কঠোর অভিবাসনের নীতি গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছিলেন। জরিপে দেখা গেছে, এ দুটি বিষয়ে তাঁর প্রশাসন কঠোর পদক্ষেপ নিলেও মার্কিনরা এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

জরিপে অংশ নেওয়া প্রায় ৩৮ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। জুলাইয়ের মাঝামাঝি করা জরিপে এই হার ছিল ৩৫ শতাংশ। অভিবাসন ইস্যুতেও তাঁর জনপ্রিয়তা সামান্য বেড়েছে—সেখানে ৪৩ শতাংশ উত্তরদাতা তাঁর পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। আগের জরিপে এই সংখ্যা ছিল ৪১ শতাংশ।

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান
  • শিক্ষার গতিপথ ও উন্নয়ন নিয়ে ঢাবিতে সেমিনার
  • সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
  • শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা 
  • ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন ৪০ শতাংশে ঠেকেছে
  • ‘আমি কী অপরাধ করেছি’— সবাই জানেন শিরোনামটা...
  • নারীদের নিয়ে বারে ‘অগ্রহণযোগ্য’ আচরণ, আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
  • অফিসে প্রেম করার আগে জেনে রাখুন
  • টিনএজ সিনড্রোম: ভবিষ্যৎ প্রজন্মের এক নীরব সংকট
  • যে ৬টি সীমারেখা একজন পুরুষকে নারীর কাছে আকর্ষণীয় করে তোলে